জনি আকোস্তা
![]() | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জনি আকোস্তা জামোরা | ||
জন্ম | ২১ জুলাই ১৯৮৩ | ||
জন্ম স্থান | সিওদাদ কোয়েসদা, কোস্টারিকা | ||
উচ্চতা | ৫ ফু ৯ ইঞ্চি (১.৭৫ মি) | ||
মাঠে অবস্থান | সেন্টার ব্যাক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | রিওনেগ্রো আগুইলাস | ||
জার্সি নম্বর | ৩৩ | ||
যুব পর্যায় | |||
দেপোর্তিভো সারপ্রিসসা | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৪-২০১০ | সান্তোস দ্যা গুয়াপাইলস | ৭৭ | (০) |
২০১০-২০১৬ | আলজুয়েলেন্স | ১৯২ | (১২) |
২০১৩ | → ডরাডোস (লোন) | ১০ | (২) |
২০১৬-২০১৮ | হেরেদিয়ানো | ৩২ | (৪) |
২০১৮- | রিওনেগ্রো আগুইলাস | ||
জাতীয় দল‡ | |||
২০১১– | কোস্টারিকা | ৪৫ | (২) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৩১ আগস্ট ২০১৬ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২ জুন ২০১৬ তারিখ অনুযায়ী সঠিক। |
জনি আকোস্তা জামোরা (স্প্যানিশঃ ʝoni aˈkosta; জন্ম ২১ জুলাই ১৯৮৩) একজন কোস্টারিকান ফুটবলার যিনি বর্তমানে রিওনেগ্রো আগুইলাস এবং কোস্টারিকান জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার হিসেবে খেলেন।[১]
ক্লাব ক্যারিয়ার
আকোস্তার ২০০৪-০৫ মৌসুমে সান্তোস দ্যা গুয়াপাইলসের হয়ে অভিষেক হয় এবং ২০১০ সালে আলজুয়েলেন্স যোগ দেন। আকোস্তার হয়ে ৩ বার লিগ শিরোপা অর্জন করেন। ২০১৩ সালের জানুয়ারিতে তিনি মেক্সিকান ২য় বিভাগের ক্লাব ডরাডোসে ৬ মাসের লোনে যোগ দেয়।[২]
আন্তর্জাতিক ক্যারিয়ার
২০১১ সালের মার্চে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে ২৯ বছর বয়সে অভিষেক হয়। ২০১৩ সালের ৬ সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১ম গোল করেন, ম্যাচটিতে ৩-১ গোলে জয় পায় কোস্টারিকা। ২০১৪ সালের জুনে আকোস্তা বিশ্বকাপের জন্য দলে ডাক পান।[৩] তিনি কোয়াটার ফাইনালে নেদারল্যান্ডের বিপক্ষে মূল একাদশে ছিলেন।[৪]
২০১৮ সালের মে'তে তিনি বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের দলে ডাক পান।[৫]
তথ্যসূত্র
- ↑ Johnny Acosta se convierte en nuevo jugador de Herediano‚ everardoherrera.com, 28 August 2016
- ↑ "Johnny Acosta jugará con Dorados de Sinaloa" (in Spanish). Nación. Retrieved 21 April 2014.
- ↑ "World Cup 2014: Costa Rica name final squad for Brazil". BBC. 12 June 2014. Retrieved 5 July 2014.
- ↑ "Netherlands 0-0 Costa Rica". BBC News. 5 June 2014. Retrieved 6 June 2014.
- ↑ https://www.goal.com/en/amp/news/costa-rica-names-23-man-world-cup-squad-featuring-keylor/1bw2iz8pkma5614bzushqyyo7g