জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি
জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি | |
---|---|
চেয়ারপার্সন | শরদ পওয়ার |
প্রতিষ্ঠা | ১৯৯৯ |
সদর দপ্তর | ১০, বিশ্বম্ভর দাস মার্গ, নতুন দিল্লি, ১১০০০১ |
ভাবাদর্শ | প্রগতিবাদ জনপ্রিয়তাবাদ ধর্মনিরপেক্ষ গণতন্ত্র গান্ধীবাদী ধর্মনিরপেক্ষতা সামাজিক সমতা সামাজিক ন্যায়বিচার যুক্তরাষ্ট্রবাদ |
রাজনৈতিক অবস্থান | মধ্য-বামপন্থী |
আন্তর্জাতিক অধিভুক্তি | নেই |
আনুষ্ঠানিক রঙ | অ্যাকোয়া |
জোট | সংযুক্ত প্রগতিশীল জোট |
নির্বাচনী প্রতীক | |
ওয়েবসাইট | |
http://www.ncp.org.in | |
ভারতের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) (মারাঠি: राष्ट्रवादी कॉँग्रस पक्ष) ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি আঞ্চলিক রাজনৈতিক দল।
১৯৯৯ সালের ২০ মে শরদ পওয়ার, পি এ সাংমা ও তারিক আনোয়ার ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে বহিষ্কৃত হন। কংগ্রেস-সভানেত্রী সনিয়া গান্ধী বিদেশি বংশোদ্ভূত হওয়ায় তারা তার বিরোধিতা করেছিলেন। পরে ২৫ মে তারা জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি গঠন করেন।[১] গঠনের সময় মহারাষ্ট্রের ভারতীয় কংগ্রেস (সমাজতন্ত্রী) দলটি এনসিপি-এর সঙ্গে মিশে যায়।
এনসিপি-এর নির্বাচনী প্রতীক একটি ঘড়ি যার কাঁটাদুটি দশটা দশ (১০:১০)-এর ঘরে স্থির হয়ে রয়েছে।
এক এক রাজ্যে এক এক দলের সঙ্গে এনসিপি জোট করে রয়েছে। কেন্দ্রীয় সরকারে এনসিপি কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট বা ইউপিএ-এর সঙ্গী। আবার কেরলে এই দল সিপিআই(এম) নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট এবং নাগাল্যান্ডে ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোটবদ্ধ। ভারতে ১৮টি রাজ্যে এই দলের অস্তিত্ব রয়েছে।
বিশিষ্ট নেতা
- পূর্ণ অ্যাজিটক সাংমা, এনসিপি সাধারণ সম্পাদক, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ
- প্রফুল্ল পটেল, অসামরিক বিমান পরিবহন মন্ত্র
- তারিক আনোয়ার, এনসিপি সাধারণ সম্পাদক, সাংসদ
- অজিত পওয়ার, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, জলসম্পদ ও শক্তি মন্ত্রী
- ছগন ভুজবল, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পূর্ত মন্ত্র
- আগাথা সাংমা,সাংসদ, ভারতের গ্রামোন্নয়ণ রাষ্ট্রমন্ত্রী
- সুপ্রিয়া সূলে, সাংসদ
পাদটীকা
- ↑ Sangma meets Sonia, first time in a decade The Times of India, 2 June 2009.