জাপানের ওয়ার্ড

জাপানের শহরগুলোকে ওয়ার্ডে ভাগ করা হয়েছে

একটি ওয়ার্ড (, কু) হল জাপানের শহরগুলির এমন উপবিভাগ যা সরকারি সরকারী অধ্যাদেশের মাধ্যমে মনোনীত হওয়ার মতো যথেষ্ট বড় ।[] সরকারী অধ্যাদেশকৃত মনোনীত প্রতিটি শহরকে ওয়ার্ড উপবিভাগে ভাগ করা হয়। টোকিও মহানগরের ২৩টি বিশেষ ওয়ার্ডগুলির একটি পৌর মর্যাদা রয়েছে। অবশ্য সেগুলি কু বা ওয়ার্ডের মতো নয়, যদিও পূর্বে সেগুলোও তাই ছিল।

ওয়ার্ডগুলি হল স্থানীয় অংশ যা সরাসরি পৌর সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। তারা প্রশাসনিক কাজগুলি পরিচালনা করে যেমন কোসেকি নিবন্ধন, স্বাস্থ্য বীমা এবং সম্পত্তির ট্যাক্সেশন। অনেক ওয়ার্ডে বেশ কিছু কাজের জন্য বাসিন্দাদের সংগঠন আছে, যদিও এগুলোর কোনো আইনি মান্যতা নেই।

ওয়ার্ডগুলির তালিকা

ওয়ার্ড/কু জাপানি শহর ক্ষেত্রফল (কিমি)
চুও 中央区 চিবা ৪৪.৬৯
হানামিগাওয়া 花見川区 চিবা ৩৪.১৯
ইনাগে 稲毛区 চিবা ২১.২২
মিডোরি 緑区 চিবা ৬৬.২৫
মিহামা 美浜区 চিবা ২১.২০
ওয়াকাবা 若葉区 চিবা ৮৪.২১
চুও 中央区 ফুকুওকা ১৫.৩৯
হাকাতা 博多区 ফুকুওকা ৩১.৬২
হিগাশি 東区 ফুকুওকা ৬৯.৩৬
জোনান 城南区 ফুকুওকা ১৫.৯৯
মিনামি 南区 ফুকুওকা ৩০.৯৮
সাওয়ারা 早良区 ফুকুওকা ৯৫.৮৭
নিশি 西区 ফুকুওকা ৮৪.১৬
হামাকিতা 浜北区 হামামাতসু ৬৬.৫০
হিগাশি 東区 হামামাতসু ৪৬.২৯
কিতা 北区 হামামাতসু ২৯৫.৫৪
মিনামি 南区 হামামাতসু ৪৬.৮৪
নাকা 中区 হামামাতসু ৪৪.৩৪
নিশি 西区 হামামাতসু ১১৪.৭১
তেনরিউ 天竜区 হামামাতসু ৯৪৩.৮৪
আকি 安芸区 হিরোশিমা ৯৪.০৮
আসাকিতা 安佐北区 হিরোশিমা ৩৫৩.৩৩
আসামিনামি 安佐南区 হিরোশিমা ১১৭.২৪
হিগাশি 東区 হিরোশিমা ৩৯.৪২
মিনামি 南区 হিরোশিমা ২৬.৩০
নাকা 中区 হিরোশিমা ১৫.৩২
নিশি 西区 হিরোশিমা ৩৫.৬১
সায়েকি 佐伯区 হিরোশিমা ২২৫.২২
সায়েকি 麻生区 কাওয়াসাকি ২৩.২৫
কাওয়াসাকি 川崎区 কাওয়াসাকি ৩৯.৫৩
মিয়ামায়ে 宮前区 কাওয়াসাকি ১৮.৬১
নাকাহারা 中原区 কাওয়াসাকি ১৪.৭৪
সাইওয়াই 幸区 কাওয়াসাকি ১০.০১
তাকাতসু 高津区 কাওয়াসাকি ১৬.৩৬
তামা 多摩区 কাওয়াসাকি ২০.৫০
কোকুরাকিতা 小倉北区 কিতাকিউশু ৩৯.২৩
কোকুরামিনামি 小倉南区 কিতাকিউশু ১৭১.৭৪
মোজি 門司区 কিতাকিউশু ৭৩.৬৭
তোবাতা 戸畑区 কিতাকিউশু ১৬.৬১
ওয়াকামাতসু 若松区 কিতাকিউশু ৭১.৩১
ইয়াহাতাহিগাশি 八幡東区 কিতাকিউশু ৩৬.২৬
ইয়াহাতানিশি 八幡西区 কিতাকিউশু ৮৩.১৩
চুও 中央区 কোবে ২৮.৯৭
হিগাশিনাদা 東灘区 কোবে ৩৪.০২
হিয়োগো 兵庫区 কোবে ১৪.৬৮
কিতা 北区 কোবে ২৪০.২৯
নাদা 灘区 কোবে ৩২.৬৬
নাগাতা 長田区 কোবে ১১.৩৬
নিশি 西区 কোবে ১৩৮.০১
সুমা 須磨区 কোবে ২৮.৯৩
তারুমি 垂水区 কোবে ২৮.১১
চুও 中央区 কুমামোতো ২৫.৪৫
হিগাশি 東区 কুমামোতো ৫০.১৯
কিতা 北区 কুমামোতো ১১৫.৩৪
মিনামি 南区 কুমামোতো ১১০.০১
নিশি 西区 কুমামোতো ৮৯.৩৩
ফুশিমি 伏見区 কিয়োতো ৬১.৬৬
হিগাশিইয়ামা 東山区 কিয়োতো ৭.৪৮
কামিগিও 上京区 কিয়োতো ৭.০৩
কিতা 北区 কিয়োতো ৯৪.৮৮
মিনামি 南区 কিয়োতো ১৫.৮১
নাকাগিও 中京区 কিয়োতো ৭.৪১
নিশিকিও 西京区 কিয়োতো ৫৯.২৪
সাকিও 左京区 কিয়োতো ২৪৬.৭৭
শিমোগিও 下京区 কিয়োতো ৬.৭৮
উকিও 右京区 কিয়োতো ২৯২.০৭
ইয়ামাশিনা 山科区 কিয়োতো ২৮.৭০
আতসুতা 熱田区 নাগোইয়া ৮.২০
চিকুসা 千種区 নাগোইয়া ১৮.১৮
হিগাশি 東区 নাগোইয়া ৭.৭১
কিতা 北区 নাগোইয়া ১৭.৫৩
মেইতো 名東区 নাগোইয়া ১৯.৪৫
মিদোরি 緑区 নাগোইয়া ৩৭.৯১
মিনামি 南区 নাগোইয়া ১৮.৪৬
মিনাতো 港区 নাগোইয়া ৪৫.৬৩
মিঝুহো 瑞穂区 নাগোইয়া ১১.২২
মরিয়ামা 守山区 নাগোইয়া ৩৪.০১
নাকা 中区 নাগোইয়া ৯.৩৮
নাকাগায়া 中川区 নাগোইয়া ৩২.০২
নাকামুরা 中村区 নাগোইয়া ১৬.৩০
নিশি 西区 নাগোইয়া ১৭.৯৩
শোওয়া 昭和区 নাগোইয়া ১০.৯৪
তেনপাকু 天白区 নাগোইয়া ২১.৫৮
আকিহা 秋葉区 নিইগাতা ৯৫.৩৮
চুও 中央区 নিইগাতা ৩৭.৭৫
হিগাশি 東区 নিইগাতা ৩৮.৬২
কিতা 北区 নিইগাতা ১০৭.৭২
কোনান 江南区 নিইগাতা ৭৫.৪২
মিনামি 南区 নিইগাতা ১০০.৯১
নিশি 西区 নিইগাতা ৯৪.০৯
নিশিকান 西蒲区 নিইগাতা ১৭৬.৫৫
হিগাশি 東区 ওকায়ামা ১৬০.৫৩
কিতা 北区 ওকায়ামা ৪৫০.৭০
মিনামি 南区 ওকায়ামা ১২৭.৪৮
নাকা 中区 ওকায়ামা ৫১.২৫
আবেনো 阿倍野区 ওসাকা ৫.৯৮
আসাহি 旭区 ওসাকা ৬.৩২
চুও 中央区 ওসাকা ৮.৮৭
ফুকুশিমা 福島区 ওসাকা ৪.৬৭
হিগাশিনারি 東成区 ওসাকা ৪.৫৪
হিগাশিসুমিয়োশি 東住吉区 ওসাকা ৯.৭৫
হিগাশিওদোগাওয়া 東淀川区 ওসাকা ১৩.২৭
হিরানো 平野区 ওসাকা ১৫.২৮
ইকুনো 生野区 ওসাকা ৮.৩৮
জোতো 城東区 ওসাকা ৮.৩৮
কিতা 北区 ওসাকা ১০.৩৪
কোনোহানা 此花区 ওসাকা ১৯.২৫
মিনাতো 港区 ওসাকা ৭.৮৬
মিয়াকোজিমা 都島区 ওসাকা ৬.০৮
নানিওয়া 浪速区 ওসাকা ৪.৩৯
নিশি 西区 ওসাকা ৫.২১
নিশিনারি 西成区 ওসাকা ৭.৩৭
নিশিয়োদোগায়া 西淀川区 ওসাকা ১৪.২২
সুমিনোয়ে 住之江区 ওসাকা ২০.৬১
সুমিয়োশি 住吉区 ওসাকা ৯.৪০
তাইশো 大正区 ওসাকা ৯.৪৩
টেন্নোজি 天王寺区 ওসাকা ৪.৮৪
সুরুমি 鶴見区 ওসাকা ৮.১৭
ইয়োদোগাওয়া 淀川区 ওসাকা ১২.৬৪
চুও 中央区 সাগামিহারা ৩৬.৮৭
মিদোরি 緑区 সাগামিহারা ২৫৩.৬৮
মিনামি 南区 সাগামিহারা ৩৮.১১
চুও 中央区 সাইতামা ৮.৩৯
ইওয়াতসুকি 岩槻区 সাইতামা ৪৯.১৭
কিতা 北区 সাইতামা ১৬.৮৬
মিদোরি 緑区 সাইতামা ২৬.৪৪
মিনামি 南区 সাইতামা ১৩.৮২
মিনুমা 見沼区 সাইতামা ৩০.৬৯
নিশি 西区 সাইতামা ২৯.১২
ওমিয়া 大宮区 সাইতামা ১২.৮০
সাকুরা 桜区 সাইতামা ১৮.৬৪
উরাওয়া 浦和区 সাইতামা ১১.৫১
হিগাশি 東区 সাকাই ১০.৪৯
কিতা 北区 সাকাই ১৫.৬০
মিহারা 美原区 সাকাই ১৩.২০
মিনামি 南区 সাকাই ৪০.৩৯
নাকা 中区 সাকাই ১৭.৮৮
নিশি 西区 সাকাই ২৮.৬১
সাকাই 堺区 সাকাই ২৩.৬৫
আতসুবেতসু 厚別区 সাপ্পোরো ২৪.৩৮
চুও 中央区 সাপ্পোরো ৪৬.৪২
হিগাশি 東区 সাপ্পোরো ৫৬.৯৭
কিতা 北区 সাপ্পোরো ৬৩.৫৭
কিয়োতা 清田区 সাপ্পোরো ৫৯.৮৭
মিনামি 南区 সাপ্পোরো ৬৫৭.৪৮
নিশি 西区 সাপ্পোরো ৭৫.১০
শিরোইশি 白石区 সাপ্পোরো ৩৪.৪৭
তেইনে 手稲区 সাপ্পোরো ৫৬.৭৭
তোয়োহিরা 豊平区 সাপ্পোরো ৪৬.২৩
আওবা 青葉区 সেনদাই ৩০২.২৪
ইজুমি 泉区 সেনদাই ১৪৬.৬১
মিয়াগিনো 宮城野区 সেনদাই ৫৮.১৯
তাইহাকু 太白区 সেনদাই ২২৮.৩৯
ওয়াকাবায়াশি 若林区 সেনদাই ৫০.৮৬
আয়োই 葵区 শিজুওকা ১,০৭৩.৭৬
শিমিজু- 清水区 শিজুওকা ২৬৫.০৯
সুরুগা 駿河区 শিজুওকা ৭৩.০৫
আওবা 青葉区 ইয়োকোহামা ৩৫.২২
আসাহি 旭区 ইয়োকোহামা ৩২.৭৩
হোদোগাওয়া 保土ケ谷区 ইয়োকোহামা ২১.৯৩
ইসোগো 磯子区 ইয়োকোহামা ১৯.০৫
ইজুমি 泉区 ইয়োকোহামা ২৩.৫৮
কানাগাওয়া 神奈川区 ইয়োকোহামা ২৩.৭৩
কানাজাওয়া 金沢区 ইয়োকোহামা ৩০.৯৬
কোহোকু 港北区 ইয়োকোহামা ৩১.৪০
কোনান 港南区 ইয়োকোহামা ১৯.৯০
মিদোরি 緑区 ইয়োকোহামা ২৫.৫১
মিনামি 南区 ইয়োকোহামা ১২.৬৫
নাকা 中区 ইয়োকোহামা ২১.২০
নিশি 西区 ইয়োকোহামা ৭.০৩
সাকায়ে 栄区 ইয়োকোহামা ১৮.৫২
সেয়া 瀬谷区 ইয়োকোহামা ১৭.১৭
তোৎসুকা 戸塚区 ইয়োকোহামা ৩৫.৭৯
সুরুমি 鶴見区 ইয়োকোহামা ৩৩.২৩
সুজুকি 都筑区 ইয়োকোহামা ২৭.৮৭

টোকিওর বিশেষ ওয়ার্ড

টোকিওর বিশেষ ওয়ার্ডগুলি সাধারণ ওয়ার্ডগুলির মতো নয়, বরং এগুলি এক ধরনের প্রশাসনিক ইউনিট যা শহরগুলির মতো শাসিত হয়।

ওয়ার্ড জাপানি মহানগর Area (km)
আদাচি 足立区 টোকিও ৫৩.২৫
আরাকাওয়া 荒川区 টোকিও ১০.১৬
বুঙ্কিও 文京区 টোকিও ১১.২৯
চিওদা 千代田区 টোকিও ১১.৬৬
চুও 中央区 টোকিও ১০.২১
এদোগাওয়া 江戸川区 টোকিও ৪৯.৯০
ইতাবাশি 板橋区 টোকিও ৩২.২২
কাতসুশিকা 葛飾区 টোকিও ৩৪.৮০
কিতা 北区 টোকিও ২০.৬১
কোতো 江東区 টোকিও ৪০.১৬
মেগুরো 目黒区 টোকিও ১৪.৬৭
মিনাতো 港区 টোকিও ২০.৩৭
নাকানো 中野区 টোকিও ১৫.৫৯
নেরিমা 練馬区 টোকিও ৪৮.০৮
ওতা 大田区 টোকিও ৬০.৬৬
সেটাগাওয়া 世田谷区 টোকিও ৫৮.০৫
শিবুয়া 渋谷区 টোকিও ১৫.১১
শিনাগাওয়া 品川区 টোকিও ২২.৮৪
শিনজুকু 新宿区 টোকিও ১৮.২২
সুগিনামি 杉並区 টোকিও ৩৪.০৬
সুমিদা 墨田区 টোকিও ১৩.৭৭
তোশিমা 豊島区 টোকিও ১৩.০১
তাইতো 台東区 টোকিও ১০.১১

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "Statistical Handbook of Japan 2008" by Statistics Bureau, Japan ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৩-০২-০৭ তারিখে Chapter 17: Government System (Retrieved on July 4, 2009)