জুমণি নেওগ
জুমণি নেওগ | |
---|---|
জন্ম | ৩ জুন,১৯৮৪ সন বিশ্বনাথ সারিআলি, অসম |
ছদ্মনাম | "নন্দিনী জুমণি" |
ভাষা | অসমীয়া |
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ভারতীয় |
উল্লেখযোগ্য রচনাবলি | ক্রেজি ক্যাট ,'কলগেট জেল' আর 'সেনসুই টিভি'র মডেল। |
ওয়েবসাইট | |
http://www.nandinijumani.com/ |
জুমণি নেওগ বা 'নন্দিনী জুমণি' বলিউডের একজন অসমীয়া মডেল ও অভিনেত্রী। তার জন্ম হয়েছিল জন্ম বিশ্বনাথ সারিআলির লেহু গাঁয়ে। পুণা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর নন্দিনী একজন IPS অফিসার হতে চেয়েছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি গ্লেমার জগতে চলে আসেন[১]। বলিউডে তুনু "ক্রেজী ক্যাট" নামেও পরিচিত[২]।
কর্মরাজী
'কলগেট জেল' আর 'সানসুই টিভি'র মডেল হিসাবে মডেলিং কেরিয়ার আরম্ভ করা নন্দিনী বর্তমান মুম্বই চলচ্চিত্র জগতের চেনা নাম।
ভিডিও এলবাম
- বিকিনি লাউঞ্জ
- ক্রেজিক্যাট
- রিটার্ণ অব ক্রেজিক্যাট
- কুল ক্রেজিক্যাট [৩]
অসমীয়া চলচ্চিত্র
তুমিয়ে মোর কল্পনার
হিন্দী চলচ্চিত্র
- 'কসক'(লাকী আলির সাথে)
- 'বনি এণ্ড বাবলু'(কে.কে মেননের সাথে)
ইতোমধ্যে নন্দিনী বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঁচশরো অধিক মঞ্চ অনুষ্ঠান পরিবেশন করেছেন। তিনি 'হিন্দুস্তান টাইমস কাফের' একজন স্তম্ভ লেখিকা ছিলেন।[৪]
তথ্য সংগ্রহ
- ↑ "Nandini Jumani Biography"। ApunKaChoice। ২৮ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৩, ২০১২।
- ↑ "Krazy Kat - Nandini Jumani"। BollyBite। জুন ১৭, ২০০৮। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৩, ২০১২।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৬।
- ↑ "Workography"। Official webpage। ৭ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৩, ২০১২।