জুমণি নেওগ

জুমণি নেওগ
'য়ে মেরা ইণ্ডিয়া' ছবির প্রীমিয়ারে জুমণি
'য়ে মেরা ইণ্ডিয়া' ছবির প্রীমিয়ারে জুমণি
জন্ম৩ জুন,১৯৮৪ সন
বিশ্বনাথ সারিআলি, অসম
ছদ্মনাম"নন্দিনী জুমণি"
ভাষাঅসমীয়া
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয়
উল্লেখযোগ্য রচনাবলিক্রেজি ক্যাট ,'কলগেট জেল' আর 'সেনসুই টিভি'র মডেল।
ওয়েবসাইট
http://www.nandinijumani.com/

জুমণি নেওগ বা 'নন্দিনী জুমণি' বলিউডের একজন অসমীয়া মডেল ও অভিনেত্রী। তার জন্ম হয়েছিল জন্ম বিশ্বনাথ সারিআলির লেহু গাঁয়ে। পুণা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর নন্দিনী একজন IPS অফিসার হতে চেয়েছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি গ্লেমার জগতে চলে আসেন[]। বলিউডে তুনু "ক্রেজী ক্যাট" নামেও পরিচিত[]

কর্মরাজী

'কলগেট জেল' আর 'সানসুই টিভি'র মডেল হিসাবে মডেলিং কেরিয়ার আরম্ভ করা নন্দিনী বর্তমান মুম্বই চলচ্চিত্র জগতের চেনা নাম।

ভিডিও এলবাম

  1. বিকিনি লাউঞ্জ
  2. ক্রেজিক্যাট
  3. রিটার্ণ অব ক্রেজিক্যাট
  4. কুল ক্রেজিক্যাট []

অসমীয়া চলচ্চিত্র

তুমিয়ে মোর কল্পনার

হিন্দী চলচ্চিত্র

  1. 'কসক'(লাকী আলির সাথে)
  2. 'বনি এণ্ড বাবলু'(কে.কে মেননের সাথে)

ইতোমধ্যে নন্দিনী বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঁচশরো অধিক মঞ্চ অনুষ্ঠান পরিবেশন করেছেন। তিনি 'হিন্দুস্তান টাইমস কাফের' একজন স্তম্ভ লেখিকা ছিলেন।[]

তথ্য সংগ্রহ

  1. "Nandini Jumani Biography"। ApunKaChoice। ২৮ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৩, ২০১২ 
  2. "Krazy Kat - Nandini Jumani"। BollyBite। জুন ১৭, ২০০৮। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৩, ২০১২ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৬ 
  4. "Workography"। Official webpage। ৭ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৩, ২০১২ 

বহিঃসংযোগ