ঝব জেলা
ঝব জেলা Zhob ژوب | |
---|---|
জেলা | |
![]() ঝব জেলা বেশিরভাগ মগ্ন ভূখণ্ড দ্বারা গঠিত হয়েছে | |
![]() ঝব জেলার মানচিত্র তুলে ধরা হয়েছে | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | বেলুচিস্তান |
সদরদপ্তর | ঝব |
আয়তন | |
• মোট | ২০,২৯৭ বর্গকিমি (৭,৮৩৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[১] | |
• মোট | ৩,১০,৫৪৪ |
• জনঘনত্ব | ১৫/বর্গকিমি (৪০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিকেটি |
তহসিলের সংখ্যা | ৫ |
প্রধান ভাষাসমূহ | পশতু |
ঝব (উর্দু: (ژوب) ږوب পশতু) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের উত্তর পশ্চিমে অবস্থিত একটি জেলা। ঝব জেলা প্রাদেশিকভাবে শাসিত একটি উপজাতীয় এলাকা। ২০১৭ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী ঝব জেলার জনসংখ্যা ছিল প্রায় ৩১০,৫৪৪ জন এর মত।[১] ঝব জেলা সেচের জন্য ঝব নদী ব্যবহৃত হয়।
জনসংখ্যার উপাত্ত
১৯৯৮ সালের আদমশুমারি অনুসারে, কাকার খুরসান ও ঝব (৩য় উপজেলা পৃথক শেরানী জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল) এর দুই উপজেলায় জনসংখ্যা ছিল প্রায় ১,৯৩,০০০ জন এর মত। জনসংখ্যার প্রায় (৯৬%) মানুষ পশতু ভাষাকে প্রথম ভাষা বা মাতৃভাষা হিসেবে ব্যবহার করে থাকে, এছাড়া সরাইকি (১.৮%) এবং পাঞ্জাবি (১.৭৭%) ভাষাভাষী রয়েছে। [২]
তথ্যসূত্র
গ্রন্থপঞ্জি
- 1998 District Census report of Zhob। Census publication। 107। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ২০০০।
বহিঃসংযোগ
- Zhob District at www.balochistan.gov.pk ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ অক্টোবর ২০১৭ তারিখে
- Zhob District ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ এপ্রিল ২০১৮ তারিখে at www.balochistanpolice.gov.pk ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ নভেম্বর ২০১৮ তারিখে