টেমপ্লেট:Di-no source-notice
চিত্র:{1}-এর উৎস সমস্যা
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cf/Copyright-problem.svg/64px-Copyright-problem.svg.png)
[[:চিত্র:{1}]] চিত্রটি আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম, ফাইলের বর্ণনার পাতায় কে এই ফাইলের সৃষ্টিকর্তা, তা নির্দিষ্ট করে বলা নেই। অর্থাৎ, চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ট। যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন, তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন, তবে সেই ওয়েবসাইট লিঙ্ক ফাইলের বিবরণের পাতায় যোগ করুন, সেই সাথে বিষয়বস্তু ব্যবহার সম্পর্কে সেই ওয়েবসাইটের শর্তাবলীর একটি সংক্ষিপ্ত বিবরণ যোগ করুন। যদি স্বত্তাধিকারী ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাহলে তার কৃতিত্বও যোগ করা উচিত। দয়া করে [[:চিত্র:{1}|চিত্রের বিবরণের পাতা]] সম্পাদনা করে এই তথ্য যোগ করুন।
যদি প্রয়োজনীয় তথ্য পরবর্তী দিনের মধ্যে যোগ করা না হয় তাহলে, ছবিটি মুছে ফেলা হবে।
আপনি উইকিপিডিয়ায় কোন চিত্র আপলোড করতে পারবেন বা পারবেন না তা শিখতে দয়া করে চিত্র ব্যবহারের নীতি পড়ুন। এছাড়া দয়া করে আপনার আপলোডকৃত অন্যান্য ফাইল সঠিকভাবে ট্যাগ করা হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য সেগুলো পরীক্ষা করুন। আপনি এখানে আপনার আপলোডের একটি তালিকা পাবেন। যদি আপনার এই বিষয়ে কোনও প্রশ্ন থাকে বা আপনার সাহায্যের দরকার হয়, তাহলে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জিজ্ঞাসা করুন। আপনাকে ধন্যবাদ।