ডায়ানা রস

ডায়ানা রস
Diana Ross
১৯৭৬ সালে রস
জন্ম (1944-03-26) ২৬ মার্চ ১৯৪৪ (বয়স ৮০)
পেশা
  • গায়িকা
  • অভিনেত্রী
  • রেকর্ড প্রযোজক
কর্মজীবন১৯৫৬-বর্তমান[]
দাম্পত্য সঙ্গীরবার্ট এলিস সিলবারস্টেইন (বি. ১৯৭১; বিচ্ছেদ. ১৯৭৭)
আর্ন নেস জুনিয়র (বি. ১৯৮৬; বিচ্ছেদ. ২০০০)
সন্তান৫,
রোন্ডা রস কেন্ড্রিক
ট্রেসি এলিস রস
ইভান রস
সঙ্গীত কর্মজীবন
ধরন
বাদ্যযন্ত্র
  • কণ্ঠ
  • পিয়ানো
লেবেল

ডায়ানা রস (জন্ম ২৬ মার্চ ১৯৪৪) হলেন একজন মার্কিন অভিনেত্রী, গায়িকা ও রেকর্ড প্রযোজক। মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে জন্মগ্রহণকারী ও বেড়ে ওঠা রস দ্য সুপ্রিমস সঙ্গীত দলের প্রধান সঙ্গীতশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। সুপ্রিমস ১৯৬০-এর দশকের মোটাউনের সবচেয়ে সফল সঙ্গীতদল ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিভিন্ন তালিকায় শীর্ষে অবস্থানকারী নারী সঙ্গীতদল ছিল,[] এবং এটি বিশ্বের সর্বকালের সর্বোচ্চ বিক্রীত নারী সঙ্গীতদল হিসেবে স্বীকৃত।

রস অভিনয়েও প্রসিদ্ধি অর্জন করেন। তিনি একটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন, এবং লেডি সিংস দ্য ব্লুজ (১৯৭২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি এই চলচ্চিত্রের সঙ্গীত রেকর্ড করেন, যা শীর্ষ তালিকায় ছিল। তিনি আরও দুটি চলচ্চিত্রে অভিনয় করেন, সেগুলো হল মাহগানি (১৯৭৫), ও দ্য উইজ। পরবর্তীকালে তিনি টেলিভিশনেও কাজ করেন, এবং টেলিভিশন চলচ্চিত্র আউট অব ডার্কনেস (১৯৯৪)-এ অভিনয় করে একটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রারম্ভিক জীবন

ডায়ানা রস ১৯৪৪ সালের ২৬শে মার্চ মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে জন্মগ্রহণ করেন।[][] তার মাতা আর্নেস্টিন (বিবাহপূর্ব মোটেন; ২৭ জানুয়ারি ১৯১৬ - ৯ অক্টোবর ১৯৮৪) এবং পিতা ফ্রেড রস সিনিয়র (৪ জুলাই ১৯২০ - ২১ নভেম্বর ২০০৭)। তিনি তার পিতামাতার দ্বিতীয় সন্তান। তার বড় বোন বারবারা রস-লি একজন চিকিৎসক।

রসের ভাষ্যমতে তার মাতা তার নাম রেখেছিলেন "ডায়ান", কিন্তু করণিক ভুলের কারণে জন্মসনদে তার নাম নথিভুক্ত হয় "ডায়ানা"। সুপ্রিমসের প্রথম রেকর্ডে তার নাম "ডায়ান" হিসেবেই অন্তর্ভুক্ত হয়েছিল, এবং তিনি নিজেকে তার দলের প্রথমদিকের পরিবেশনায় "ডায়ান" নামেই পরিচয় দিতেন। তার পরিবার ও বন্ধুরা এখনও তাকে "ডায়ান" নামেই ডেকে থাকেন।[][]

তথ্যসূত্র

  1. অলার, ফ্রঁসোয়া; লেকোক, রিচার্ড (২০১৮)। "Diana Ross: Godmother and Muse"Michael Jackson: All the Songs: The Story Behind Every Track। অক্টোপাস বুকস। আইএসবিএন 9781788401234 
  2. "Top 10 Girl Groups of All Time: page 1"বিলবোর্ড (ইংরেজি ভাষায়)। জুলাই ১১, ২০১৭। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২০ 
  3. "Diana Ross Was Born on March 26, 1944 | Music Trivia"মিউজিক বাই ডে। মে ৪, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২০ 
  4. হুইটবার্ন, জোয়েল, The Billboard Book of Number 1 Hits, পৃষ্ঠা ২০৭।
  5. উইলসন, ম্যারি (১৯৮৬)। Dreamgirl: My Life as a Supreme। কুপার স্কয়ার প্রেস। পৃষ্ঠা ১৬৯–১৭০। আইএসবিএন 0-8154-1000-X 
  6. জর্জ, নেলসন (১৯৮৫)। Where Did Our Love Go? The Rise and Fall of the Motown Sound। সেন্ট মার্টিন্‌স প্রেস। পৃষ্ঠা ৮০–৮১, ৮৭। আইএসবিএন 0-312-01109-1 

বহিঃসংযোগ