ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যান

ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যান
Dibru-Saikhowa National Park
ডিব্ৰু ছৈখোৱা ৰাষ্ট্ৰীয় উদ্যান
অবস্থানআসাম, ভারত
নিকটবর্তী শহরডিব্ৰুগড় এবং তিনসুকিয়া
স্থানাঙ্ক২৭°৪০′ উত্তর ৯৫°২৩′ পূর্ব / ২৭.৬৬৭° উত্তর ৯৫.৩৮৩° পূর্ব / 27.667; 95.383
আয়তন৩৫০ km2
স্থাপিত১৯৯৯
উদ্যানের একটি নদীর উপর উড়ে যায় পাখি

ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যান (অসমীয়া: ডিব্ৰু-ছৈখোৱা ৰাষ্ট্ৰীয় উদ্যান) আসামের পৰ্যটন স্থান সমূহের ভিতরে একটি উল্লেখযোগ্য স্থান। আসামের পূর্ব প্ৰান্তে ব্রহ্মপুত্রের দক্ষিণ পারে অবস্থিত। এটি আসামের ডিব্রুগড় জেলা এবং তিনসুকিয়া জেলাতে বিস্তারিত।

নামের উৎপত্তি

ডিব্ৰু নদীর উত্তর পারের সীমানায় আবৃত হওয়ার কারণে, ডিব্রু-শইখোয়া ঘাটের ওপরে অবস্থিত হওয়ার কারণে এই উদ্যানটির নামকরণ করা হয় ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যান।[]

অবস্থান

তাৎপর্য

ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যানের অনেকটা অংশই জল। তাতে বিভিন্ন প্রজাতির পাখির স্বর্গরাজ্য। আছে বেঙ্গল টাইগার, মেঘলা চিতা, হরিণ, লজ্জাবতী বানর, উল্লুক, বুনো মহিষ, বুনো কুকুর, এশীয় হাতি ও অন্যান্য বুনো। জলে দেখা মিলবে ডলফিনদের। কিন্তু এই অরণ্যের বিশেষত্ব বুনো ঘোড়া। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে পোষা খচ্চর-ঘোড়াদের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল। তাদের উত্তর-পুরুষরা এখন বুনো ঘোড়া হয়ে জঙ্গল দাপায়। এমন জিনিস ভারতে বিরল।[]

তথ্যসূত্র

  1. তৃপ্তি দাস (১১ নৱেম্বৰ, ২০০৭)। বসুন্ধৰা। পৃষ্ঠা ৮, ৯, ১০।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "বিশেষত্ব" 

বহিসংযোগ