ডুপ্লিকেট (১৯৯৮-এর চলচ্চিত্র)
ডুপ্লিকেট চলচ্চিত্রের বাণিজ্যিক পোস্টার
পরিচালক মহেশ ভাট প্রযোজক যশ জহর রচয়িতা রবিন ভাট আকাশ খুরানা জাভেদ সিদ্দিকী শ্রেষ্ঠাংশে শাহরুখ খান জুহি চাওলা সোনালী বেন্দ্রে ফরিদা জালালসুরকার অনু মালিক চিত্রগ্রাহক সমীর আরিয়া সম্পাদক ওয়ামান ভোঁসলে পরিবেশক ধর্ম প্রডাকশনস মুক্তি ৮ মে, ১৯৯৮ স্থিতিকাল ১৬৬ মিনিট দেশ ভারত ভাষা হিন্দি নির্মাণব্যয় ১৫.০ কোটি টাকা
ডুপ্লিকেট (ইংরেজি : Duplicate , বাংলা ভাষা : নকল, দ্বৈত, অনুরূপ ) এটি ১৯৯৮ সালের একটি বলিউড চলচ্চিত্র। ছবিটি পরিচলনা করেছেন চলচ্চিত্রকার মহেশ ভাট। ছবিটির মান ভূমিকায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান এবং তার বিপরীতে আছেন জুহি চাওলা ও সোনালী বেন্দ্রে। এটি প্রযোজনা করেছে করণ জোহরের প্রতিষ্ঠান ধর্ম প্রডাকশনস এবং শাহরুখ খান প্রথম এই নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে পাঁচ ভাগ সহযোগিতা করেছিল।
ছবিটি বক্স-অফিসে ব্যবসায়িক ভাবে ভালো সাফল্য পায়নি এবং আশানুরূপ সাফল্য না পাওয়া ছিট অনেকটা তিরস্কার কুড়ানোর মতো।[ ১] [ ২]
শ্রেষ্ঠাংশে
শাহরুখ খান - বাবলু চৌধুরী / মানু দাদা
জুহি চাওলা - সোনিয়া কাপুর
সোনালী বেন্দ্রে - লিলি
ফরিদা জালাল - বাবলু'র মা
মহনিশ বেহল - রাভি লম্বা
টিকু তাল্সানিয়া - ইন্সপেক্টর আর. কে. ঠাকুর
সারাট সাক্সেনা - ধিংরা
গুলশান গ্রভের - সালাকু
কাজল দেবগন - রেলপথ উপর মেয়ে (বিশেষ ভূমিকায়)
ভিশ্বাজীত প্রধান - টনি (বিশেষ ভূমিকায়)
কুনাল ভিজায়্কার -
সংগীত
সাউন্ড ট্র্যাক
তথ্যসূত্র
বহিঃসংযোগ
পরিচালক
মঞ্জিলেঁ অউর ভি হ্যাঁয় (১৯৭৪)
নয়া দৌর (১৯৭৮)
লহু কে দো রং (১৯৭৯)
অভিমন্যু (১৯৮০)
অর্থ (১৯৮২)
সারাংশ (১৯৮৪)
জনম (১৯৮৫)
আশিয়ানা (১৯৮৬)
নাম (১৯৮৬)
আজ (১৯৮৭)
কাশ (১৯৮৭)
ঠিকানা (১৯৮৭)
সিয়াসত (১৯৮৮)
কবজা (১৯৮৮)
ড্যাডি (১৯৮৯)
আওয়ার্গি (১৯৯০)
জুর্ম (১৯৯০)
আশিকি (১৯৯০)
স্বয়ম (১৯৯১)
সাথী (১৯৯১)
দিল হ্যায় কে মানতা নহিঁ (১৯৯১)
সড়ক (১৯৯১)
সাতওয়াঁ আসমান (১৯৯২)
জুনুন (১৯৯২)
ফির তেরি কাহানি ইয়াদ আয়ে (১৯৯৩)
গুনাহ (১৯৯৩)
স্যার (১৯৯৩)
হাম হ্যাঁয় রাহি প্যায়ার কে (১৯৯৩)
গুমরাহ (১৯৯৩)
Tadipaar (১৯৯৩)
দ্য জেন্টলম্যান (১৯৯৪)
নারাজ (১৯৯৪)
মিলন (১৯৯৫)
নাজায়েজ (১৯৯৫)
ক্রিমিনাল (১৯৯৫)
পাপা কহতে হ্যায় (১৯৯৬)
চাহত (১৯৯৬)
দস্তক (১৯৯৬)
তামান্না (১৯৯৭)
ডুপ্লিকেট (১৯৯৮)
অঙ্গারে (১৯৯৮)
জখম (১৯৯৮)
ইয়ে হ্যায় মুম্বই মেরি জান (১৯৯৯)
কার্তুজ (১৯৯৯)
লেখক টেলিভিশন
স্বভিমান (১৯৯৫–১৯৯৭)
অ্যা মাউথফুল অব স্কাই (১৯৯৫)
কভি কভি (১৯৯৭)
নামকরণ (২০১৬–২০১৮)
উড়ান (২০১৪–২০১৯)
তু আশিকি (২০১৭–২০১৮)
দিল জ্যায়সে ধড়কে... ধড়কনে দো (২০২০–বর্তমান)
মূল ব্যক্তি করণ জোহর শকুন বত্রা
এক মে অর এক তু (২০১২)
কাপুর অ্যান্ড সন্স (২০১৬)
গেহরাইয়াঁ (২০২২)
মহেশ ভাট রেন্সিল ডি'সিলভা
কুরবান (২০০৯)
উংলি (২০১৩)
শশাঙ্ক খৈতন করণ মালহোত্রা পুনিত মালহোত্রা তরুণ মনসুখানী অয়ন মুখার্জি অভিষেক বর্মন
২ স্টেটস (২০১৪)
কলঙ্ক (২০১৯)
রোহিত শেঠী অন্যান্য
দোস্তানা (১৯৮০)
দুনিয়া (১৯৮৪)
মুকাদ্দার কা ফেসলা (১৯৮৭)
অগ্নিপথ (১৯৯০)
কাল হো না হো (২০০৩)
কাল (২০০৫)
উই আর ফ্যামিলি (২০১০)
শান্দার (২০১৫)
বার বার দেখো (২০১৬)
ডিয়ার জিন্দেগী (২০১৬)
ওকে জানু (২০১৭)
ইত্তেফাক (২০১৭)
রাজি (২০১৮)
কেসরি (২০১৯)
গুড নিউজ (২০১৯)
ভূত – পার্ট ওয়ান: দ্য হন্টেদ শিপ (২০২০)
গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল (২০২০)
শেরশাহ (২০২১)
লাইগার (তেলুগু/হিন্দি, ২০২২)
চলচ্চিত্র উপস্থাপন ধর্ম প্রোডাকশনের চলচ্চিত্রের তালিকা
The article is a derivative under the Creative Commons Attribution-ShareAlike License .
A link to the original article can be found here and attribution parties here
By using this site, you agree to the Terms of Use . Gpedia ® is a registered trademark of the Cyberajah Pty Ltd