ডোমিনিকা ফুটবল অ্যাসোসিয়েশন
কনকাকাফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৭০[১] |
সদর দপ্তর | রোজো, ডোমিনিকা |
ফিফা অধিভুক্তি | ১৯৯৪[১] |
কনকাকাফ অধিভুক্তি | ১৯৯০ (সহযোগী সদস্য)[২] ২৩ এপ্রিল ১৯৯৪[৩] |
সভাপতি | গ্লেন এতিয়েন |
সহ-সভাপতি | কেন জর্জ |
ওয়েবসাইট | dominicafootball |
ডোমিনিকা ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Dominica Football Association; এছাড়াও সংক্ষেপে ডিএফএ নামে পরিচিত) হচ্ছে ডোমিনিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ডোমিনিকার রাজধানী রোজোয় অবস্থিত।
এই সংস্থাটি ডোমিনিকার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ডোমিনিকা প্রিমিয়ার লীগ এবং ডোমিনিকা প্রথম বিভাগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ডোমিনিকা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন গ্লেন এতিয়েন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন সম্পাদক।
কর্মকর্তা
- ৯ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | গ্লেন এতিয়েন |
সহ-সভাপতি | কেন জর্জ |
সাধারণ সম্পাদক | কোরিন্থিয়া কারবোন |
কোষাধ্যক্ষ | ডেক্সটার ডুক্রে |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | জেরাল্ড জর্জ |
প্রযুক্তিগত পরিচালক | জেরোম বার্দুইলে |
ফুটসাল সমন্বয়কারী | |
জাতীয় দলের কোচ (পুরুষ) | রাজেশ লাতচু |
জাতীয় দলের কোচ (নারী) | আলবার্ট টিট্রে |
রেফারি সমন্বয়কারী | ক্লেটন মুনরো |
নেহরন উইলিয়ামস |
তথ্যসূত্র
- ↑ ক খ গ "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "Cayman now full members"। Kingston Gleaner in newspaperarchive.com। ২১ আগস্ট ১৯৯০।
"St. Kitts/Nevis, and Dominica are now full associate members of CONCACAF for a two-year period." - ↑ "This Week in CONCACAF History: April 17–23"। CONCACAF.com (2011)। ২৬ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৬।
বহিঃসংযোগ
- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ ডোমিনিকা ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ ডিসেম্বর ২০১৮ তারিখে (ইংরেজি)
- কনকাকাফ-এ ডোমিনিকা ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখে (ইংরেজি)