ঢাকা আবাহনী ক্রিকেট দল
কর্মীবৃন্দ | |
---|---|
অধিনায়ক | মোসাদ্দেক হোসেন সৈকত |
ইতিহাস | |
শিরোপার সংখ্যা | ২ ( টুর্নামেন্ট লিস্ট এ স্ট্যাটাস পাবার পর) |
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ জয় | ২ |
ঢাকা প্রিমিয়ার ডিভিশন টুয়েন্টি-২০ ক্রিকেট লিগ জয় | ০ |
ঢাকা আবাহনী একটি বাংলাদেশি ক্রিকেট দল যারা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিস্ট এ এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন টোয়েন্টি ২০ ক্রিকেট লিগে টুয়েন্টি২০ ম্যাচ খেলে থাকে। দলটি ঢাকা আবাহনীর ক্রিকেট দল।
ইতিহাস
১৯৭৪-৭৫ মৌসুম থেকে শুরু করে ২০১২-১৩ মৌসুম পর্যন্ত আবাহনী ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয় ১৭ বার, যা টুর্নামেন্টের রেকর্ড। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম তিন আসরের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড।[১]
লিস্ট এ রেকর্ড
- ২০১৩-১৪: ১০ ম্যাচে ৪ জয়, নবম।
- ২০১৪-১৫: ১৬ ম্যাচে ৪ জয়, চতুর্থ।
- ২০১৫-১৬: ১৬ ম্যাচে ১১ জয়, চ্যাম্পিয়ন।
- ২০১৫-১৬: ১৬ ম্যাচে ১২ জয়, তৃতীয়।
- ২০১৭-১৮: ১৬ ম্যাচে ১২ জয়, চ্যাম্পিয়ন।[২]
টুয়েন্টি২০ রেকর্ড
- ২০১৮-১৯: ২ ম্যাচে ১ জয়, গ্রুপপর্ব।[৩]
দলীয় সদস্য
২০১৯-২০ মৌসুম
তালিকায় আন্তর্জাতিক ক্যাপ প্রাপ্ত খেলোয়াড়দের গাঢ় আকারে দেখানো হয়েছে।
নাম | জাতীয়তা | ব্যাটিংয়ের ধরন | বোলিংয়ের ধরন | টীকা | ||
---|---|---|---|---|---|---|
ব্যাটসম্যান | ||||||
নাজমুল হোসেন শান্ত | বাম-হাতি ব্যাট | ডান-হাত অফ ব্রেক | ||||
জাহিদ জাভেদ | বাম-হাতি ব্যাট | স্লো লেফট-আর্ম অর্থোডক্স | ||||
ওয়াসিম জাফর | ডান-হাতি ব্যাট | ডান-হাত অফ ব্রেক | ||||
মুনিম শাহরিয়ার | ডান-হাতি ব্যাট | ডান-হাত মিডিয়াম ফাস্ট | ||||
আবদুল্লাহ আল মামুন (ক্রিকেটার) | ডান-হাতি ব্যাট | ডান-হাত মিডিয়াম ফাস্ট | ||||
আব্দুল্লাহ আল মামুন | ডান-হাতি ব্যাট | ডান-হাত অফ ব্রেক | ||||
কৌশল সিলভা | ডান-হাতি ব্যাট | |||||
প্রিয়াঙ্ক পাঞ্চাল | ডান-হাতি ব্যাট | ডান-হাত মিডিয়াম | ||||
অল-রাউন্ডার | ||||||
মোসাদ্দেক হোসেন সৈকত | ডান-হাতি ব্যাট | ডান-হাত অফ ব্রেক | অধিনায়ক | |||
সাব্বির রহমান | ডান-হাতি ব্যাট | ডান-হাত লেগ ব্রেক | ||||
সৌম্য সরকার | বাম-হাতি ব্যাট | ডান-হাত মিডিয়াম ফাস্ট | ||||
তাপস ঘোষ | বাম-হাতি ব্যাট | স্লো লেফট-আর্ম অর্থোডক্স | ||||
মোহাম্মদ সাইফুদ্দিন | বাম-হাতি ব্যাট | ডান-হাত মিডিয়াম ফাস্ট | ||||
মেহেদী হাসান | ডান-হাতি ব্যাট | ডান-হাত অফ ব্রেক | ||||
উইকেট-রক্ষক | ||||||
জহুরুল ইসলাম | ডান-হাতি ব্যাট | ডান-হাত অফ ব্রেক | ||||
মোহাম্মদ মিঠুন | ডান-হাতি ব্যাট | - | ||||
শাকিল হোসেন | ডান-হাতি ব্যাট | - | ||||
স্পিন বোলার | ||||||
নাজমুল ইসলাম | বাম-হাতি ব্যাট | স্লো লেফট-আর্ম অর্থোডক্স | ||||
সানজামুল ইসলাম | বাম-হাতি ব্যাট | স্লো লেফট-আর্ম অর্থোডক্স | ||||
বোলার | ||||||
রুবেল হোসেন | ডান-হাতি ব্যাট | ডান-হাত ফাস্ট | ||||
মাশরাফি বিন মর্তুজা | ডান-হাতি ব্যাট | ডান-হাত ফাস্ট-মিডিয়াম | ||||
আরিফুল হাসান | ডান-হাতি ব্যাট | ডান-হাত মিডিয়াম | ||||
জাকারিয়া ইসলাম | ডান-হাতি ব্যাট | ডান-হাত ফাস্ট |
তথ্যসূত্র
- ↑ Isam, Mohammad। "No restriction on Pakistan players in Dhaka Premier League"। Cricinfo। ৩ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৫।
- ↑ Isam, Mohammad। "Abahani Limited clinch 19th DPL title"। Cricinfo। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৮।
- ↑ "Abahani crash out following loss"। দ্য ডেইলি স্টার (Bangladesh)। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৯।