তিরহুতা লিপি

তিরহুতা, মিথিলাক্ষর
লিপির ধরন
আবুগিদা
সময়কাল১২ থেকে ২০ শতকের ভিতর
লেখার দিকবাম-থেকে-ডান উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ভাষাসমূহমৈথিলী, সংস্কৃত
সম্পর্কিত লিপি
ভগিনী পদ্ধতি
বাংলা, অসমীয়া, তিব্বতীয়
আইএসও ১৫৯২৪
আইএসও ১৫৯২৪Tirh, 326 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন, ​তিরহুতা
ইউনিকোড
ইউনিকোড উপনাম
Tirhuta
ইউনিকোড পরিসীমা
U+11480–U+114DF
Final Accepted Script Proposal

তিরহুতা লিপি বা মিথিলাক্ষর হচ্ছে মৈথিলী ভাষা লেখার জন্য ব্যবহার করা একটি লিপি। এই লিপিটির বিকাশ ১০ম শতকে বৰ্তমান বিহারের মিথিলা অঞ্চল ও নেপালের তরাই অঞ্চলে হয় বলে অনুমান করা হয়েছে। তিরহুতা লিপির প্ৰাচীনতম ব্যবহারের নমুনা ৯৫০ খ্রিষ্টাব্দের বিহারের সহোদরা মন্দিরে পাওয়া গেছে।[] তিরহুতা লিপির যথেষ্ট সাদৃশ্য অসমীয়া লিপিবাংলা লিপির সঙ্গে দেখা যায়। মৈথিলী ভাষী অধিকাংশ মানুষ ভাষাটি লেখার জন্য বৰ্তমানে তিরহুতা লিপির পরিবর্তে দেবনাগরী লিপি ব্যবহার করেন।

১২ শতকের শিলালিপিতে তিরহুতা লিপির ব্যবহার

বৰ্ণমালা

স্বরবৰ্ণ

স্বতন্ত্ৰ রূপ চিত্ৰ
চিহ্ন 𑒁 𑒂 𑒃 𑒄 𑒅 𑒆 𑒇 𑒈 𑒉 𑒊 𑒋 𑒌 𑒍 𑒎
গৌণ রূপ চিত্ৰ
চিহ্ন  𑒰  𑒱  𑒲  𑒳  𑒴  𑒵  𑒶  𑒷  𑒸  𑒹  𑒺  𑒻  𑒼  𑒽  𑒾
বাংলা স্বতন্ত্ৰ
গৌণ ি

ব্যাঞ্জনবর্ণ

ব্যাঞ্জন
রূপ তুলনা
চিত্র চিহ্ন বাংলা আধ্বব
𑒏 /ka/
𑒐 /kʰа/
𑒑 /gа/
𑒒 /gʱа/
𑒓 /ŋа/
𑒔 /t͡ʃa/
𑒕 /t͡ʃʰa/
𑒖 /d͡ʒa/
𑒗 /d͡ʒʱa/
𑒘 /ɲa/
𑒙 /ʈa/
𑒚 /ʈʰa/
𑒛 /ɖa/
𑒜 /ɖʱa/
𑒝 /ɳa/
𑒞 /t̪a/
𑒟 /t̪ʰa/
𑒠 /d̪a/
𑒡 /d̪ʱa/
𑒢 /na/
𑒣 /pa/
𑒤 /pʰa/
𑒥 /ba/
𑒦 /bʱa/
𑒧 /ma/
𑒨 য / য় /ya/
𑒩 /ra/
𑒪 /la/
𑒫 ব (ভ়) /ʋa/
𑒬 /ʃa/
𑒭 /ʂa/
𑒮 /sa/
𑒯 /ɦa/

তথ্যসূত্ৰ

  1. Pandey, Anshuman (২০১১-০৫-০৫)। "N4035: Proposal to Encode the Tirhuta Script in ISO/IEC 10646" (পিডিএফ)। Working Group Document, ISO/IEC JTC1/SC2/WG2। ১৩ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।