তেহরান মেট্রো
তেহরান মেট্রো অবস্থান তেহরান পরিবহনের ধরন দ্রুত পরিবহন লাইনের (চক্রপথের) সংখ্যা ৩ বিরতিস্থলের (স্টেশন) সংখ্যা ৫১ চালুর তারিখ ১৯৯৯ মোট রেলপথের দৈর্ঘ্য ৯০ কিমি
মোহসেন হাশেমি রাফসানজানি, তেহরান মেট্রোর সাবেক প্রেসিডেন্ট, তেহরান মেট্রোর একটি ওয়াগনে চড়ছেন
তেহরান মেট্রো (ফার্সি ভাষায় متروی تهران মেত্রোয়ে থেহ্রন্ ) ইরানের রাজধানী তেহরানকে সেবা প্রদানকারী দ্রুত পরিবহন ব্যবস্থা। এতে তিনটি লাইন ও ৫১টি স্টেশন আছে। ১৯৯৯ সালে এটি চালু হয়।
ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত, পরিচালিত ৬টি মেট্রো লাইনের দৈর্ঘ্য ২৪৬.৮ কিমি, ১৩০ টি স্টেশন সহ। তেহরান মেট্রোতে সক্রিয় ওয়াগনের সংখ্যা ১৫০৭ যা ২১৬ ট্রেনের সমান যা প্রতিদিন গড়ে ২.৫ মিলিয়ন যাত্রী বহন করে। পরিকল্পনা আছে ১১ লাইনে বাড়ানোর।
আরও দেখুন
এশিয়ার দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা
আর্মেনিয়া আজারবাইজান গণচীন জর্জিয়া
ত্বিলিসি মেট্রো • নভি আফন সাবওয়ে
ভারত ইসরায়েল কার্মেলিত সাবওয়ে
ইরান জাপান চিবা আর্বান মনোরেল • ফুকুওকা সিটি সাবওয়ে • আস্ট্রাম লাইন • হিরোশিমা স্কাই রেল • শোনান মনোরেল • কিতাকিয়ুশু মনোরেল • কোবে র্যাপিড রেলওয়ে • কোবে মিউনিসিপাল সাবওয়ে • কোবে নিউ ট্রানজিট • পিচ লাইনার • কিয়োটো মিউনিসিপাল সাবওয়ে • নাগোয়া সাবওয়ে •
লিনিমো •
ওকিনাওয়া মনোরেল • ওসাকা মিউনিসিপাল সাবওয়ে • ওসাকা মিউনিসিপাল নানকো বন্দর লাইন •
ওসাকা মনোরেল •
ওসাকা মেট্রো • ইনা লাইন • সাইতামা র্যাপিড রেলওয়ে • ইয়ামামান ইউকারিগাওকা লাইন • সাপ্পোরো সাবওয়ে • সেন্দাই সিটি সাবওয়ে •
টোকিও মেট্রো • তোয়েই সাবওয়ে • টোকিও মনোরেল • টোকিও ওয়াটারফ্রন্ট রেলওয়ে • ইউরিকামোমে • তামা তোশি মনোরেল • ইয়োকোহামা সাবওয়ে • মিনাতো মিরাই লাইন • কানাজাওয়া সিসাইড লাইন
উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া ফিলিপাইন ম্যানিলা লাইট রেল ট্রানজিট • ম্যানিলা মেট্রো রেল ট্রানজিট
সিঙ্গাপুর ম্যাস র্যাপিড ট্রানজিট (সিঙ্গাপুর) • লাইট র্যাপিড ট্রানজিট (সিঙ্গাপুর) •
তাইপেই র্যাপিড ট্রানজিট
থাইল্যান্ড তুরস্ক উজবেকিস্তান ভিয়েতনাম
The article is a derivative under the Creative Commons Attribution-ShareAlike License .
A link to the original article can be found here and attribution parties here
By using this site, you agree to the Terms of Use . Gpedia ® is a registered trademark of the Cyberajah Pty Ltd