দাওয়াতুল হক

দাওয়াতুল হক  
আগস্ট’১৯৬৮ সংখ্যার প্রচ্ছদ
বিষয়ইসলাম
ভাষাআরবি
সম্পাদকওয়াহিদুজ্জামান কিরানবি
প্রকাশনা বিবরণ
প্রকাশক

দাওয়াতুল হক (আরবি: دعوة الحق) ছিল দারুল উলুম দেওবন্দ থেকে প্রকাশিত একটি জনপ্রিয় ত্রৈমাসিক আরবি ম্যাগাজিন।[][][] এটি ১৯৬৫ থেকে ১৯৭২ সাল পর্যন্ত প্রকাশিত হয়। এর প্রতিষ্ঠাতা ওয়াহিদুজ্জামান কিরানবি, যিনি একজন বিখ্যাত আরবি সাহিত্যিক ছিলেন। ত্রৈমাসিক দাওয়াতুল হক বন্ধ হওয়ার পর তিনি মাসিক আদ দাঈ চালু করেন।[] ম্যাগাজিনটি ভারতীয় উপমহাদেশে ইসলামি শিক্ষার প্রচার প্রসারে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছিল।[]

বর্ণনা

শুরুতে ম্যাগাজিনটির পৃষ্ঠা সংখ্যা ছিল ৬৪, পরে বৃদ্ধি করা হয়। "আফকার আল খাওয়াতির" শিরোনামে এর সম্পাদকীয় প্রকাশিত হত।[] ম্যাগাজিনটির লক্ষ্য ও উদ্দেশ্য ছিল:

  • বিশুদ্ধ ইসলামি চেতনা সম্পর্কে মুসলিম উম্মাহর সচেতনতা সৃষ্টি করা।
  • ইসলামের সমালোচকদের থেকে ইসলামি আকিদা রক্ষা করা।
  • আরবি ভাষা ও সাহিত্যের প্রচার করা।
  • সমগ্র ভারতীয় উপমহাদেশ এবং আরব বিশ্বে ইসলামি সংস্কৃতির প্রচার ও প্রসার।

লক্ষ ও উদ্দেশ্য নিয়ে ম্যাগাজিনটি বহু বুদ্ধিভিত্তিক, ধর্মীয়, সামাজিক নিবন্ধ প্রকাশ করেছে যা দারুল উলুম দেওবন্দের আলেম, তাদের শিষ্য, আরবি ভাষা ও সাহিত্যের স্নাতকদের তাদের লেখা, গবেষণা এবং বিশ্লেষণী ক্ষমতার পরিচয় দেয়। ওয়াহিদুজ্জামান কিরানবি পর্যবেক্ষণ করেছিলেন দারুল উলুম দেওবন্দে আরবি ভাষা ও সাহিত্যের চেয়ে হাদিস ও ফিকাহর চর্চা বেশি হচ্ছে। আরবের পাঠকরা যাতে প্রতিষ্ঠানটির সেবা সম্পর্কে জানতে পারে তাই তিনি এটি চালু করেন।[]

আরও দেখুন

তথ্যসূত্র

উদ্ধৃতি

  1. আরবি, জিকরুল্লাহ (২০১৯)। Contribution of Darul Uloom Deoband to Arabic Journalism With Special Reference of Al-Die [আদ দাঈ-এর বিশেষ উল্লেখ সহ আরবি সাংবাদিকতায় দারুল উলুম দেওবন্দের অবদান] (গবেষণাপত্র)। ভারত: আরবি বিভাগ, মাওলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১১১–১১৫। hdl:10603/337869 
  2. নদভী, সরওয়ার আলম (২০০০)। Development of Arabic journalism in India after independence [স্বাধীনতার পর ভারতে আরবি সাংবাদিকতার বিকাশ] (গবেষণাপত্র)। ভারত: আরবি বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ২১৮–২২৬। hdl:10603/57825 
  3. আলংগদন, আনিস (২০১৪)। Relocating Arabic language and literature with reference to Arabic journalism in India 1950 to 2000 [১৯৫০ থেকে ২০০০ ভারতে আরবি সাংবাদিকতার উল্লেখ সহ আরবি ভাষা ও সাহিত্যের বিকাশ] (গবেষণাপত্র)। ভারত: মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১৬৫–১৬৭। hdl:10603/30548 
  4. আহমেদ, ফরিদ উদ্দিন (জুলাই ২০১৯)। "Arabic Journalism in India: its growth and development" [ভারতে আরবি সাংবাদিকতা : এর বৃদ্ধি এবং বিকাশ] (পিডিএফ)প্রতিধ্বনি (১): ৩১১–৩১২। আইএসএসএন 2278-5264। ২৭ ডিসেম্বর ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২১ 
  5. দেসাই, আহমদ (২০১৫)। Development Of Indo Arabic Literature And The Contribution Of Dr Sayeedur Rahman Al A Zmi Al Nadwi To Al Baas Al Islami [ইন্দো আরবি সাহিত্যের বিকাশ এবং আল বাসুল ইসলামিতে ডক্টর সাঈদুর রহমান আল আজামি আন নদভীর অবদান] (গবেষণাপত্র)। ভারত: গৌহাটি বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১০০–১০১। hdl:10603/93172 

গ্রন্থপঞ্জি