দাওয়াতে ইসলামী

দাওয়াতে ইসলামী
دعوت اسلامی
নীতিবাক্য""আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে""
গঠিত১৯৮১
সদরদপ্তরকরাচী পাকিস্তান
অবস্থান
  • ফয়জান-এ-মদিনা — গ্লোবাল ইসলামিক সেন্টার ('আলামি মাদানী মারকাজ)
ওয়েবসাইটwww.dawateislami.net

দাওয়াতে ইসলামী একটি অরাজনৈতিক সংগঠন, যা কুরআনসুন্নাহ প্রচারের উদ্দেশ্যে ৮০ টিরও অধিক বিভাগে বিশ্বের ২০০ টিরও অধিক দেশে আপন ইসলামী মারকাযের মাধ্যমে মুসলিম উম্মতের খিদমত করে যাচ্ছে। কুরআন ও সুন্নাহর শিক্ষাকে সাফল্যের সঙ্গে এগিয়ে নেয়ার লক্ষ্যে মাদানী কাজের বিভিন্ন বিভাগ তৈরী করা হয়েছে। আমীরে আহলে সুন্নাত, মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী ১৯৮১ সালে দা’ওয়াতে ইসলামী প্রতিষ্ঠা করেন।[]

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২১ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৪