দিব্যিয়া মাদেরনা
দিব্যিয়া মাদেরনা | |
---|---|
রাজস্থান আইন পরিষদের সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১১ ডিসেম্বর ২০১৮ | |
নির্বাচনী এলাকা | ওসিয়ান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২৫/১০/১৯৮৪ জাইপুর |
জাতীয়তা | India |
রাজনৈতিক দল | ভারতীয় জাতীয় কংগ্রেস |
দিব্যিয়া মাদেরনা একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য।[১] তিনি ২০১৮ সালে ওসিয়ান নির্বাচনী এলাকা থেকে এমএলএ হিসাবে নির্বাচিত হন।
জীবন
মাদেরনা সরকারি মন্ত্রী মহিপাল মাদেরনা ও লীলা মাদেরনার মেয়ে।[২] তার পিতামহ পারস্রম মাদেরনাও রাজনীতির সাথে যুক্ত ছিলেন, তিনি রাজস্থান আইন পরিষদে মন্ত্রিসভার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মাদেরনা নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১০ সালে, ২৬ বছর বয়সে তিনি জোড়পুরের নিকটে অবস্থিত ওসিয়ানে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে সফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন।[১] তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকেটে আসিয়ান, যোধপুর থেকে ২০১৮ সালের নির্বাচনে সফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
তথ্যসূত্র
- ↑ ক খ "Return To The Raj"। India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৪।
- ↑ "Divya Maderna reposes faith in Congress and Ashok Gehlot - Times of India"। The Times of India। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৪।