দেবেন্দ্র ঝাঝরিয়া
![]() ২০১৬ প্যারালিম্পিকে স্বর্ণপদকের সাথে দেবেন্দ্র | ||||||||||||||||||||||||||||||||||||
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জাতীয়তা | ভারতীয় | |||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ১০ জুন ১৯৮১ | |||||||||||||||||||||||||||||||||||
ক্রীড়া | ||||||||||||||||||||||||||||||||||||
দেশ | ![]() | |||||||||||||||||||||||||||||||||||
ক্রীড়া | অ্যাথলেটিক্স | |||||||||||||||||||||||||||||||||||
বিভাগ | এফ৪৬ বর্শা নিক্ষেপণ | |||||||||||||||||||||||||||||||||||
প্রশিক্ষক | আর ডি সিং | |||||||||||||||||||||||||||||||||||
সাফল্য ও খেতাব | ||||||||||||||||||||||||||||||||||||
প্যারালিম্পিক ফাইনাল | 2004 | |||||||||||||||||||||||||||||||||||
পদকের তথ্য
|
দেবেন্দ্র ঝাজারিয়া (জন্ম: ১০ জুন ১৯৮১) একজন ভারতীয় প্যারালিম্পিক ক্রীড়াবিদ, যিনি জ্যাভেলিন থ্রো এফ ৪৬ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি প্যারালিম্পিকে দুটি স্বর্ণপদক জেতা প্রথম ভারতীয় প্যারালিম্পিয়ান। ২০০৪ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে জ্যাভিলিন নিক্ষেপে তিনি প্রথম স্বর্ণ পদক জিতেছিলেন, তিনি প্যারালিম্পিকে নিজের দেশের জন্য দ্বিতীয় স্বর্ণপদক বিজয়ী হয়ে উঠেছিলেন। রিও ডি জেনিরোতে ২০১৬ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে তিনি তার আগের রেকর্ডকে আরও ভাল করে একই ইভেন্টে দ্বিতীয় স্বর্ণপদক জিতেন। দেবেন্দ্রকে বর্তমানে প্যারা চ্যাম্পিয়ন্স প্রোগ্রামের মাধ্যমে গোস্পোর্টস ফাউন্ডেশন স্পন্সর করছে।
পুরস্কার ও সম্মাননা
- রাজীব গান্ধি খেল রত্ন (২০১৭)
- এফআইসিসিআই বছরের সেরা প্যারা ক্রীড়াব্যক্তিত্ব (২০১৪)[১]
- পদ্মশ্রী (২০১২; প্রথম প্যারালিম্পিয়ান হিসেবে এ পুরস্কারে সম্মানিত[২]
- অর্জুন পুরস্কার (2004)
তথ্যসূত্র
- ↑ "FICCI announces the Winners of India Sports Awards for 2014"। IANS। news.biharprabha.com। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। ১৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৫।