দেভলেত হাতুন
দেভলেত হাতুন প্রথম বায়েজীদের স্ত্রী।এবং সুলতান প্রথম মুহাম্মদ এর মা। (Ottoman Turkish: دولت خاتون;)[১][২]
দেভলেত হাতুন | |
---|---|
ভালিদে সুলতান | |
![]() | |
ভালিদে সুলতান | |
রাজত্ব | ৫ জুলাই ১৪১৩ – ২৩ জানুয়ারি ১৪১৪ |
পূর্বসূরি | নিলুফার হাতুন |
উত্তরসূরি | হুমা হাতুন |
জন্ম | ১৩৬১ ২৩ জানুয়ারি ১৪১৪ কুতাহিয়া |
মৃত্যু | ২৩ জানুয়ারি ১৪১৪ বুরসা, উসমানীয় সাম্রাজ্য (বর্তমান বুরসা, তুর্কি) |
সমাধি | দেভলেত হাতুনের সমাধি বুরসা |
দাম্পত্য সঙ্গী | প্রথম বায়েজীদ |
বংশধর | প্রথম মুহাম্মদ,ঈসা চেলেবি |
ধর্ম | ইসলাম |
জীবনী
দেভলেত হাতুন ছিলেন সুলতান প্রথম বায়েজীদের শেষ স্ত্রী। তার পূর্ব তার নাম দাউলত বিনতে-ই আব্দুল্লাহ হিসাবে নিবন্ধিত রয়েছে। এর দ্বারা বোঝা যায় যে প্রথম মুহাম্মদের মা ছিলেন অ-তুর্কি বংশোদ্ভূত[১]। যদিও তার কবরের কাছে চিহ্ন (পরবর্তী বিভাগে ছবিটি দেখুন) বলছেন যে দেভলেত Germiyanid এর কন্যা অর্থাত তুর্কি প্রিন্সের কন্যা, তিনি জাতিগতভাবে তুর্কি বংশোদ্ভুত ছিল[১]।তার পিতা(Yakup II of Germiyan) জেরমিয়ানের দ্বিতীয় ইয়াকুব অথবা(Süleyman of Germiyan)জেরমিয়ানের সুলাইমান।
দেভলেত হাতুন ২৩ জানুয়ারী ১৪১৪ সালে মারা যান এবং বুরসার দেভলেত হাতুন মাজার (Türbesi) এ সমাহিত করা হয়[৩]।
তথ্যসূত্র
- ↑ ক খ গ "Sakaoğlu, Necdet (2008). Bu mülkün kadın sultanları: Vâlide sultanlar, hâtunlar, hasekiler, kadınefendiler, sultanefendiler. Oğlak Yayıncılık. pp. 60–61. ISBN 978-9-753-29623-6."।
- ↑ "Ahmed Akgündüz, Said Öztürk (2011). Ottoman History: Misperceptions and Truths. Oxford University Press. ISBN 978-9-090-26108-9."।
- ↑ "The Imperial House of Osman"।