দ্বিপার্শ্বপ্রতিসম প্রাণী

যখন কোন প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর শুধু একবার ডান ও বামপাশে (অর্থাৎ স্যাজিটাল তল) দুটি সদৃশ অংশে ভাগ করা যায়, তখন তাকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলে এবং প্রাণীগুলোকে দ্বিপার্শ্বপ্রতিসম প্রাণী বলা হয়। যেমন- প্রজাপতি (Pieris brassicae), ব্যাঙ (Fejervarya asmati), মানুষ (Homo sapiens) প্রভৃতি।[]

তথ্যসূত্র

  1. "What is Bilateral Symmetry?"study.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯