দ্য লর্ড অব দ্য রিংস (চলচ্চিত্র ধারাবাহিক)

দ্য লর্ড অফ দ্য রিংস
পরিচালকপিটার জ্যাকসন
প্রযোজক
  • পিটার জ্যাকসন
  • ব্যারি এম. অসব্রন
  • ফ্র্যান ওয়ালস
  • টিম স্যান্ডারস
    (দ্য ফেলোশিপ অফ দ্য রিং)
চিত্রনাট্যকার
  • ফ্র্যান ওয়ালস
  • ফিলিপা বয়েন্স
  • পিটার জ্যাকসন
  • স্টিফেন সিনক্লেয়ার
    (দ্য টু টাওয়ার্স)
উৎসজে. আর. আর. টলকিন কর্তৃক 
দ্য লর্ড অফ দ্য রিংস
শ্রেষ্ঠাংশে
সুরকারহাওয়ার্ড শোর
চিত্রগ্রাহকঅ্যান্ড্রু লেসনি
সম্পাদকজন গিলবার্ট
(দ্য ফেলোশিপ অফ দ্য রিং)
মাইকেল জে. হর্টন
ইয়াবেজ ওলসন
(দ্য টু টাওয়ার্স)
জেইমি সেলকার্র
(দ্য রিটার্ন অব দ্য কিং)
প্রযোজনা
কোম্পানি
  • উইংনাট ফিল্মস
  • দ্য সৌল যায়েন্টস কোম্পানি
পরিবেশকনিউ লাইন সিনেমা
মুক্তি
স্থিতিকাল
  • ৫৫৮ মিনিট
    (চলচ্চিত্রিক সংস্করণ)
  • ৬৮১ মিনিট
    (সম্প্রসারিত সংস্করণ)
  • ৭২৬ মিনিট
    (সম্প্রসারিত ব্লু-রে সংস্করণ)
দেশ
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$২৮১ মিলিয়ন[]
আয়$২,৯১৭,৫০৬,৯৫৬

দ্য লর্ড অফ দ্য রিংস চলচ্চিত্র ত্রয়ী (ইংরেজি ভাষায়: The Lord of the Rings film trilogy) বলতে পিটার জ্যাকসন পরিচালিত তিনটি চলচ্চিত্র কে বোঝায়। চলচ্চিত্র তিনটির প্রকৃত নাম হচ্ছে দ্য ফেলোশিপ অফ দ্য রিং, দ্য লর্ড অফ দ্য রিংস:দ্য টু টাওয়ার্‌স এবং দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিটার্ন অব দ্য কিং। ইংরেজ ঔপন্যাসিক জে আর আর টোকিয়েন রচিত মহাকাব্যিক রূপকথার উপন্যাস দ্য লর্ড অফ দ্য রিংস অবলম্বনে এই চলচ্চিত্রগুলো নির্মিত হয়েছে।

তথ্যসূত্র

  1. "'Hobbit' Trilogy Has Cost $561 Million So Far"। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৩১, ২০১৩