দ্য শাইনিং (উপন্যাস)
![]() প্রথম সংস্করণের প্রচ্ছদ | |
লেখক | স্টিফেন কিং |
---|---|
মূল শিরোনাম | The Shining |
প্রচ্ছদ শিল্পী | ডেভ ক্রিস্টেনসেন |
দেশ | ![]() |
ভাষা | ইংরেজি |
ধরন | ভৌতিক উপন্যাস |
প্রকাশক | ডাবলডে |
প্রকাশনার তারিখ | ২৮ জানুয়ারি ১৯৭৭ |
মিডিয়া ধরন | ছাপা (শক্তমলাট) |
পৃষ্ঠাসংখ্যা | ৪৪৭ |
আইএসবিএন | ৯৭৮০৩৮৫১২১৬৭৫ |
ওসিএলসি | ৭৭৯৩৭১৬০৮ |
এলসি শ্রেণী | no2016154517 |
পরবর্তী বই | ডক্টর স্লিপ (২০১৩) |
দ্য শাইনিং আমেরিকান লেখক স্টিফেন কিঙের একটি ভৌতিক উপন্যাস। ১৯৭৭ সালে প্রকাশিত এ বই কিঙের তৃতীয় প্রকাশিত ও প্রথম হার্ডব্যাক বেস্ট সেলার বই। এ বইয়ের সাফল্যই কিংকে ভৌতিক ঘরানার একজন বিখ্যাত লেখকে প্রতিষ্ঠিত করে। কিঙের ব্যক্তিগত অভিজ্ঞতার প্রভাব এ উপন্যাসে রয়েছে, বিশেষত তার দ্য স্টেনলি হোটেল ভ্রমণ ও মাদকাসক্তি থেকে মুক্তির ঘটনা। ২০১৩ সালে প্রকাশিত ডক্টর স্লিপ এ উপন্যাসের কাহিনীরই অনুসরণ। এ উপন্যাসের উপর ভিত্তি করে ১৯৮০ সালে দ্য শাইনিং চলচ্চিত্র নির্মিত হয়।
অনুবাদ
তানজিম রহমান একই নামে বইটির বাংলা অনুবাদ করেন। যেটি ২০১১ সালে বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশ করা হয়।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- গুডরিড্সে দ্য শাইনিং
- The Shining - ইন্টারনেট স্পেকুলেটিভ ফিকশন ডেটাবেজ-এ প্রকাশনার ইতিহাস
- Bookpoi ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ মার্চ ২০০৮ তারিখে - How to identify first edition copies of The Shining by Stephen King.