নাইজারীয় অলিম্পিক ও জাতীয় ক্রীড়া কমিটি

নাইজারীয় অলিম্পিক ও জাতীয় ক্রীড়া কমিটি
দেশ/অঞ্চল নাইজার
কোডNIG
প্রতিষ্ঠিত১৯৬৪; ৬১ বছর আগে (1964)
স্বীকৃত১৯৬৪
মহাদেশীয়
সংস্থা
এএনওসিএ
সদর দপ্তরনিয়ামেই, নাইজার
সভাপতিইসাকা ইদে
মহাসচিবইসুফ জুদি বাদর
ওয়েবসাইটcosni.org

নাইজারীয় অলিম্পিক ও জাতীয় ক্রীড়া কমিটি (ফরাসি: Comité Olympique et Sportif National du Niger; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড এনআইজি দ্বারা পরিচিত) হলো নাইজারের জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার বছরেই আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[] এই সংস্থার সদর দপ্তর নাইজারের নিয়ামেইয়ে অবস্থিত।

বর্তমানে নাইজারীয় অলিম্পিক ও জাতীয় ক্রীড়া কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন ইসাকা ইদে, যিনি ২০১৪ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন ইসুফ জুদি বাদর।[]

ইতিহাস

১৯৬৪ সালে নাইজারের বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে নাইজারীয় অলিম্পিক ও জাতীয় ক্রীড়া কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। বারকিরে আলিদু এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯৭৯ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[]

প্রতিষ্ঠার পরই নাইজার ১৯৬৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে।[]

আরও দেখুন

  • অলিম্পিকে নাইজার

তথ্যসূত্র

  1. Olympedia – Niger [অলিম্পিডিয়া – নাইজার]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ 
  2. Niger [নাইজার]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ 
  3. Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

টেমপ্লেট:অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটি অব আফ্রিকা