নীল আকাশের নীচে (১৯৬৯-এর চলচ্চিত্র)
নীল আকাশের নীচে | |
---|---|
পরিচালক | নারায়ণ ঘোষ মিতা |
প্রযোজক | ইমদাদ আলী |
রচয়িতা | ইসমাইল মোহাম্মদ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | সত্য সাহা |
চিত্রগ্রাহক | বেবী ইসলাম |
সম্পাদক | বশির হোসেন |
প্রযোজনা কোম্পানি | সৃজনী কথাচিত্র |
পরিবেশক | ছায়াবানী সংস্থা |
মুক্তি | ১০ অক্টোবর ১৯৬৯[১] |
দেশ | পূর্ব পাকিস্তান |
ভাষা | বাংলা |
নীল আকাশের নিচে ১৯৬৯ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পূর্বকালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।[২] কাহিনীকার ইসমাইল মোহাম্মদ একটি কাহিনী তৈরি করেন এবং ছবিটি পরিচালনা করেছেন পরিচালক নারায়ণ ঘোষ মিতা। তৎকালীন বাঙালি পরিবারের গল্পই ছবিটির প্রধান উপজীব্য বিষয়। ছবিতে প্রধান দুইটি চরিত্রে অভিনয় করেছেন - নায়করাজ রাজ্জাক ও কবরী। এছাড়াও, গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় করেন - আনোয়ার হোসেন, রোজী সামাদ, হাসমত, সিনা, এনাম আহমেদ, রব্বানী, কোরেশী-সহ আরও অনেকে।
কাহিনী সংক্ষেপ
বড় ভাই পেশাদার টেক্সি ড্রাইভার আনোয়ার হোসেন অসুস্থ থাকায় মাঝে মাঝে টেক্সি নিয়ে বের হন ভার্সিটির এমএ এর ছাত্র মামুন (রাজ্জাক)। সেভাবেই লং ট্রিপে যাত্রী নিয়ে সাভারে গিয়ে বদমাশের হাত থেকে সম্ভ্রম হারানো থেকে বাঁচান একই ভার্সিটিতে পড়ুয়া ছাত্রী ও অভিজাত পরিবারের মেয়ে তৃষ্ণা অর্থাৎ কবরীকে। তারপর পরস্পরের প্রতি অনুরাগ এবং ভালোবাসা। সময়ের উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়ে যায় সমাজের উচ্চ এবং মধ্যবিত্তের ভেতর তৈরি হওয়া ভালোবাসা আর হাসি কান্নার গল্প।
শ্রেষ্ঠাংশে
- কবরী - তৃষ্ণা
- রাজ্জাক - মামুনুর রহমান
- রোজী সামাদ - মামুনের ভাবী
- আনোয়ার হোসেন - মামুনের ভাই
- কবিতা - নাসিমা, মামুনের বোন
- নারায়ণ চক্রবর্তী - মোরশেদ, তৃষ্ণার বাবা
- স্বাতী খন্দকার - তৃষ্ণার মা
- আলতাফ - দিদার
- সুলতানা - হাসিনা
- সাইফুদ্দিন - আবুল ঘটক
- খান জয়নুল
- রবিউল আলম
- হাসমত - আরশাদ
- সিনা - নার্স
- ইনাম আহমেদ - ডাক্তার
- রব্বানী -
- কোরেশী - ডাক্তার রহমান
- সাইদুর -
- রাজু আহমেদ - আরশাদের বন্ধু
- রহিমা - রহিমা খালা
- রিনা -
- আনু -
- শাহজাহান -
- অপর্ণা -
- আফতাব চৌধুরী -
- স্বপ্না -
- মীরা -
- প্রতিমা -
- হুমায়ূন
- মেসবাহ
- বাবলা - খোকন
সংগীত
নীল আকাশের নীচে চলচ্চিত্রের সঙ্গীত | |
---|---|
অ্যালবাম | |
মুক্তির তারিখ | ১৯৬৯ |
শব্দধারণের সময় | ১৯৬৯ |
স্থান | আলাউদ্দিন লিটল অর্কেস্ট্রা |
স্টুডিও | বারী স্টুডিও |
ঘরানা | চলচ্চিত্রের সঙ্গীত |
সঙ্গীত প্রকাশনী | লেজার ভিশন |
প্রযোজক | সত্য সাহা |
নীল আকাশের নিচে ছবির সংগীত পরিচালনা করেন সত্য সাহা। গীত রচনা করেন গাজী মাজহারুল আনোয়ার ও মোহাম্মদ মনিরুজ্জামান। ছবিতে নেপথ্য শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন খন্দকার ফারুক আহমদ, ফেরদৌসী রহমান, শাহনাজ রহমতুল্লাহ, মাহমুদুন্নবী ও মোহাম্মদ আলী সিদ্দিকী।
গানের তালিকা
সকল গানের সুরকার সত্য সাহা।
নং. | শিরোনাম | গীতিকার | নেপথ্য শিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "হেসে খেলে জীবনটা যদি চলে যায়" | গাজী মাজহারুল আনোয়ার | মোহাম্মদ আলী সিদ্দিকী | |
২. | "নীল আকাশের নিচে" | গাজী মাজহারুল আনোয়ার | খন্দকার ফারুক আহমদ | |
৩. | "গান হয়ে এলে" | মোহাম্মদ মনিরুজ্জামান | ফেরদৌসী রহমান | |
৪. | "প্রেমের নাম বাসনা" | মোহাম্মদ মনিরুজ্জামান | শাহনাজ রহমতুল্লাহ, মাহমুদুন্নবী | |
৫. | "প্রেমের নাম বেদনা" | মোহাম্মদ মনিরুজ্জামান | মাহমুদুন্নবী |
তথ্যসূত্র
- ↑ "Movie List 1969"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। ১৪ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭।
- ↑ নীল আকাশের নীচে তথ্যসুত্রঃ কালের কণ্ঠ, ২ মার্চ ২০১০
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে নীল আকাশের নীচে (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে নীল আকাশের নীচে ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ এপ্রিল ২০১৯ তারিখে