নীল হুড়হুড়ে
নীল হুড়হুড়ে Cleome rutidosperma | |
---|---|
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
শ্রেণীবিহীন: | Angiosperms |
শ্রেণীবিহীন: | Eudicots |
শ্রেণীবিহীন: | Rosids |
বর্গ: | Brassicales |
পরিবার: | Cleomaceae |
গণ: | Cleome |
প্রজাতি: | C.rutidosperma |
দ্বিপদী নাম | |
Cleome rutidosperma DC. |
নীল হুড়হুড়ে (বৈজ্ঞানিক নাম:Cleome rutidosperma DC.)[১] এক ধরনের সপুষ্পক উদ্ভিদ যা Cleome গোত্রের এবং Cleomaceae পরিবারের অন্তরভুক্ত, প্রধানত ক্রান্তিয় আফ্রিকাজাত। এই প্রজাতিটিকে এশিয়া এবং অস্ট্রেলিয়ার ক্রান্তিয় জলাজমিতে প্রচুর পরিমাণে দেখা যায়। বাড়ির লনে আগাছাদের সাথে এদের দেখা যায়।[২] নীল হুড়হুড়ে ফ্রেঞ্জেড স্পাইডার ফুল অথবা পারপেল ক্লেওম নামেও পরিচিত।
বর্ণনা
নীল হুড়হুড়ে লম্বা এবং শক্ত গুল্ম জাতীয় এবং শাখাপ্রশাখাযুক্ত উদ্ভিদ। এরা ১৫-১০০ সেন্টিমিটার উচ্চতার হয়। কান্ডের শাখাপ্রশাখাগুলি কৌনিক ভাবে বিস্তৃত এবং এদের পাতাগুলি ত্রিপত্রী। পাতাগুলি খানিকটা হীরকাকৃতির হয়। ফুলগুলি ছোট আকারের(১৫মিলিমিটার) এবং বেগুনী রঙের পাপড়িগুলির বিন্যাস উপরের দিকে থাকে এবং তার মধ্যে গর্ভকেশর এবং গর্ভরেণু সুসজ্জিত।
চিত্রশালা
-
নীল হুড়হুড়ের ফলগুলি লম্বা এবং শুঁটি জাতীয় হয়
তথ্যসূত্র
- ↑ মাইতি, হিরন্ময় (এপ্রিল ২০১৬)। বাংলার বুনোফুল (প্রথম সংস্করণ)। কলকাতা: দে'জ পাবলিশিং। পৃষ্ঠা ১৭৩। আইএসবিএন 978-81-295-2717-2।
- ↑ http://www.efloras.org/florataxon.aspx?flora_id=2&taxon_id=242412694