পমি এমবাঙ্গা

পম এমবাঙ্গা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
এমপুমেলেলো এমবাঙ্গা
জন্ম (1976-06-26) ২৬ জুন ১৯৭৬ (বয়স ৪৮)
প্লামট্রি, রোডেশিয়া
ডাকনামপমি
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার, ধারাভাষ্যকার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৩৩)
২৪ অক্টোবর ১৯৯৬ বনাম পাকিস্তান
শেষ টেস্ট১৯ সেপ্টেম্বর ২০০০ বনাম নিউজিল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ৪৮)
১ নভেম্বর ১৯৯৬ বনাম পাকিস্তান
শেষ ওডিআই১৮ সেপ্টেম্বর ২০০২ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৬-২০০৪মাতাবেলেল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১৫ ২৯ ৬২ ৬৪
রানের সংখ্যা ৩৪ ৩৪ ৩২৪ ৮৮
ব্যাটিং গড় ২.০০ ৪.৮৫ ৬.৮৯ ৪.৬৩
১০০/৫০ ০/০ ০/০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ১১ ৩১* ২৮
বল করেছে ২,৫৯৬ ১,৩৬৯ ৮,৬২৭ ২,৮৭১
উইকেট ৩২ ১১ ১২৬ ৩৮
বোলিং গড় ৩১.৪৩ ১০৩.৬৩ ২৮.৪১ ৫৪.৩৯
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৩/২৩ ২/২৪ ৬/১৪ ৩/২৯
ক্যাচ/স্ট্যাম্পিং ২/– ৩/– ২১/– ১৭/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৮ আগস্ট ২০১৫

এমপুমেলেলো পমি এমবাঙ্গা (ইংরেজি: Pommie Mbangwa; জন্ম: ২৬ জুন, ১৯৭৬) রোডেশিয়ার প্লামট্রি এলাকায় জন্মগ্রহণকারী জিম্বাবুয়ের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারজিম্বাবুয়ে ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। বর্তমানে তিনি ক্রিকেট ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছেন।

‘পমি’ ডাকনামে পরিচিত পমি এমবাঙ্গা মূলতঃ ফাস্ট বোলার হিসেবে দায়িত্ব পালন করতেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি ডানহাতে ব্যাটিং করতেন তিনি।

খেলোয়াড়ী জীবন

১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত জিম্বাবুয়ে ক্রিকেট দলে খেলেছেন। সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনি ১৫ টেস্ট ও ২৯ ওডিআইয়ে অংশগ্রহণ করেছেন। কমপক্ষে ২০ ইনিংসে অংশগ্রহণের পরিসংখ্যানে সকল টেস্ট ক্রিকেটারের চেয়ে তার ব্যাটিং গড় সর্বনিম্ন যা মাত্র ২.০০।[] ২০০৮ সাল পর্যন্ত নয়জন জিম্বাবুয়ের ক্রিকেটারদের একজন হিসেবে টেস্টে ৩০ উইকেট লাভ করেন। তারচেয়ে কেবলমাত্র হিথ স্ট্রিকডেভিড ব্রেইন কম গড়ে উইকেট নিয়েছেন। ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু, ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতায় অংশগ্রহণের পর দল থেকে বাদ পড়েন।[]

তথ্যসূত্র

  1. Frindall, Bill (২০০৯)। Ask Bearders। BBC Books। পৃষ্ঠা 87আইএসবিএন 978-1-84607-880-4 
  2. "ICC Champions Trophy in Sri Lanka – Zimbabwe Squad"। cricinfo। ২১ আগস্ট ২০১৫। 

আরও দেখুন

বহিঃসংযোগ

আরও পড়ুন