পলিমরফিজম (কম্পিউটার বিজ্ঞান)

পলিমরফিজম

পলিমরফিজম বা বহুরূপতা একটি গ্রিক্ শব্দ যার অর্থ একাধিক আকার গ্রহণ করার ক্ষমতা। কম্পিউটার বিজ্ঞান-এ এটি প্রোগ্রামিং ভাষার একটি বৈশিষ্ট্য যার সাহায্যে একই ইন্টারফেসের সাহায্যে বিভিন্ন প্রকার তথ্য প্রসেস করা যায়। প্রোগ্রামিং ভাষায় এটি তথ্য ও ক্রিয়াকলাপ (ফাংশন) উভয়ক্ষেত্রে ব্যবহৃত হয়।