পাভেল (চলচ্চিত্র পরিচালক)

পাভেল
জন্ম
পাভেল ভট্টাচার্য
জাতীয়তাভারতীয়
পেশাচলচ্চিত্র পরিচালক
কর্মজীবন২০১৫–বর্তমান
পরিচিতির কারণনিচে দেখুন

পাভেল ভট্টাচার্য হলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার। তিনি সাধারণ বাংলা ভাষার চলচ্চিত্রে কাজ করেন।[] তিনি রসগোল্লা (চলচ্চিত্র) পরে বাবার নাম গান্ধীজি চলচ্চিত্র দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি বইয়ের প্রচ্ছদের চিত্রকর হিসেবেও কাজ করেছেন এবং নবারুণ ভট্টাচার্যের বই চিত্রিত করেছেন। নবারুণের মৃত্যুর পর, পাভেল তাকে নিয়ে পোয়েট ফ্রম ডেথ ভ্যালি নামক একটি ডকুমেন্টারি তৈরি করেন।

জীবনের প্রথমার্ধ

তিনি কালীঘাট হাই স্কুল এবং মুকুল বোস মেমোরিয়াল ইনস্টিটিউশনে স্কুলে পড়াশোনা করেছেন এবং ইতিহাসে স্নাতকোত্তর এবং স্নাতকোত্তর ডিগ্রির জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেছেন। স্কুলে পড়ার পাশাপাশি তিনি আবৃত্তি, বিতর্ক, কুইজ ও নাটকে সক্রিয় অংশগ্রহণ করতেন।

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্র পরিচালক গল্প চিত্রনাট্য ভাষা নোট
২০১৫ বাবর নাম গান্ধীজী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাংলা []
বাওয়াল না হ্যাঁ হ্যাঁ বাংলা ভাষা
২০১৮ সোনার পাহাড় না হ্যাঁ হ্যাঁ বাংলা
রসগোল্লা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাংলা []
২০১৯ বাচ্চা শশুর না হ্যাঁ হ্যাঁ বাংলা []
বালা না হ্যাঁ না হিন্দি []
২০২০ অসুর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাংলা []
২০২২ কলকাতা চলন্তিকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাংলা
মন খারাপ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাংলা
২০২৩ ডাক্তার কাকু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাংলা

তথ্যসূত্র

  1. "Eisamay Interview with Pavel"। ১৪ নভেম্বর ২০১৯। 
  2. "Prosenjit, Jeet looked forward to Pavels debut film"। ২৪ জুন ২০১৮। 
  3. "Pavel's Rosogolla receiving love from all"। ২৪ ডিসেম্বর ২০১৮। 
  4. "Pavel writes for Jeet"। ২৪ জুলাই ২০১৮। 
  5. "Pavel opens up for Bala"। ২৩ অক্টোবর ২০১৯। 
  6. "Asur trailer is very intriguing and exciting"। ২ ডিসেম্বর ২০১৯। 

বহিঃসংযোগ