পেসায়ার নয়ে প্রেসে
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
প্রতিষ্ঠাকাল | ১৯৪৬ |
ওয়েবসাইট | http://www.pnp.de |
পেসায়ার নয়ে প্রেসে ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত জার্মান পত্রিকা। এটি বাভারিয়ার অঞ্চলের পাসোর স্থানীয় সংবাদের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদও প্রকাশ করে।
পত্রিকাটি ৮ ডিসেম্বর ২০০৮-এ একটি ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠা করেছিল, যা ভিডিও সংবাদ বিতরণ করে। [১]
তথ্যসূত্র
- ↑ "Passauer Neue Press Youtube Channel"। Youtube। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৫।