কবিতা (গ্রিক: "ποίησις," poiesis, "নির্মাণ" অথবা "তৈরি করা"; ইংরেজি: Poetry) শিল্পের একটি শাখা যেখানে ভাষার নান্দনিক গুণাবলীর ব্যবহারের পাশাপাশি ধারণাগত এবং শব্দার্থিক বিষয়বস্তু ব্যবহার করা হয়। কবিতার রয়েছে দীর্ঘ ইতিহাস, এবং কবিতাকে সংজ্ঞায়িত করার প্রাথমিক প্রচেষ্টা, যেমন এরিস্টটলেরপোয়েটিকস্, অলঙ্কারশাস্ত্র, নাটক, সংগীত এবং হাস্যরসাত্মক বক্তব্যের বিভিন্ন ব্যবহারসমূহের ওপর দৃষ্টিপাত করে। কবিতা সম্ভবত সাহিত্যের আদিমতম শাখা।
ছন্দঃপ্রকরণে অনুপ্রাসধর্মী পদ হলো পদের একধরণের গঠন, যা প্রধান গঠনের ক্ষেত্রে অনুপ্রাসের ব্যবহারে কবিতার লাইনের মাঝে ঐক্যসাধন ঘটায়। যেমন ছড়া বা শব্দাংশের রূপে থেকে ভিন্ন। অনুপ্রাসধর্মী পদের সবার্ধিক অধ্যয়ন ঐতিহ্য জার্মান ভাষার অনেক প্রাচীনতম সাহিত্যে পাওয়া যায়। প্রাচীন ইংরেজীমহাকাব্যবেওউল্ফ, পাশাপাশি অন্যান্য অধিকাংশ প্রাচীন ইংরেজী কবিতা, প্রাচীন উচ্চ জার্মান মুসপিল্লি, ওল্ড স্যাক্সন হেলিন্দ, প্রাচীন নর্সপোয়েটিক ইডা এবং অনেক মধ্য ইংরেজি কবিতায় যেমন পিয়েরস প্লোম্যান, স্যার গাওয়াইন এন্ড দ্য গীন নাইট এবং আল্টারনেটিভ মর্তে আর্থুর ইত্যাদিতে অনুপ্রাসধর্মী পদ ব্যবহৃত হয়েছে।
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (ইংরেজি: William Wordsworth) (৭ এপ্রিল ১৭৭০- ২৩ এপ্রিল ১৮৫০) ছিলেন একজন অন্যতম ইংরেজ রোমান্টিক কবি। ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কলরিজ উভয়ে মিলে ইংরেজি সাহিত্যে একটি রোমান্টিক ধারার সূত্রপাত করেন। তার স্ততিষ্টির মধ্যে অন্যতম হল দ্য প্রিলিউড। এটি মূলত একটি অর্ধজিবনীমূলক গ্রন্থ যা তার প্রারম্ভিক জীবনে লিখা হলেও মধ্যবয়সে তিনি বেশ কয়েকবার সংশোধন করেন। ওয়ার্ডসওয়ার্থের মৃত্যুর পর দ্য প্রিলিউড ধারাবাহিকভাবে প্রকাশ করা হয়। মূলত ইংরেজি সাহিত্যে রোমান্টিক ধারার প্রবর্তক হলেও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির কবি হিসেবেই সর্বাধিক পরিচিত।
Akhmatova's Orphans, Alexandrian, বিট, Black Arts Movement, Black Mountain poets, British Poetry Revival, Cairo poets, Cavalier poets, Confessionalists, Cyclic Poets, Dada, Deep image, Della Cruscans, Dolce Stil Novo, Dymock poets, The poets of Elan, Flarf poetry, Fugitives, Garip, Generation of '98, Generation of '27, George-Kreis, Georgian poets, Goliard, Graveyard poets, The Group, Harvard Aesthetes, Imagism, Lake Poets, Language poets, Martian poetry, Metaphysical poets, Misty Poets, Modernist poetry, The Movement, Négritude, New Apocalyptics, New Formalism, New York School, Objectivists, Others group, Parnassian poets, La Pléiade, Rhymers' Club, Rochester Poets, San Francisco Renaissance, Scottish Renaissance, Sicilian School, Sons of Ben, Southern Agrarians, Spasmodic poets, Sung poetry, পরাবাস্তবাদ, Symbolism, Uranian poetry
Poetry by nation or language, Ethnopoetics, Modernist poetry in English, Poems, Poetic form, Poetry awards, Poetry collections, Prosody, Spoken word, Years in poetry, Poetry stubs