প্রমিসড ল্যান্ড (২০০৪-এর চলচ্চিত্র)
প্রমিসড ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমি (হিব্রু הארץ המובטחת) ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ফরাসি - ইসরাইলি চলচ্চিত্র, যার পরিচালক আমোস গিতাই। অভিনয় করেছেন রোজামুন্ড পাইক, ডায়ানা বেসপেকনি এবং হানা শাইগুল্লা। এটি পূর্ব ইউরোপীয় মেয়েদের এক গ্রুপের গল্প বলে যারা ইসরাইলে পাচার হয়ে পতিতা হিসেবে কাজ করে।[১] ছবিটি গিতাইয়ের "ফ্রন্টিয়ার" ট্রিলজির প্রথম স্থান দখল করে এবং ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়।[২] পরিচালক গীতাই ছবিটি সম্পর্কে মন্তব্য করে বলেন, "যদি আমি একজন মানুষের যৌনক্ষুধা নষ্ট করতে এবং তাকে পতিতাদের কাছে যাওয়া বন্ধ করতে সফল হই- তাহলে আমার মনে হয় আমি কিছু করতে সফল হয়েছি।"[৩]
সারসংক্ষেপ
সিনাই মরুভূমিতে রাতে ছবিটির কাজ শুরু হয়। চাঁদের আলোয়, একদল নারী-পুরুষ ক্যাম্পফায়ারের চারপাশে নিজেদের দেহ উষ্ণ করে। তারা রাশিয়ান ভাষায় কথা বলে। পুরুষরা বেদুইন, যারা সাধারণত আশেপাশে তাদের পশু পালন করে।[৪] মিশরের চমৎকার হোটেলে পতিতা হিসেবে কাজ করার প্রত্যাশা করে পূর্ব ইউরোপ থেকে আন্তর্জাতিক পাচারকারীর মাধ্যমে একদল তরুণী পাচার হয়ে আসে। আগামীকাল তাদেরকে প্রচণ্ড মারধর করা হবে, তাদেরকে ধর্ষণ করা হবে, তারা অপমান সহ্য করবে এবং অ্যান নামে একজন ফরাসি নারী নিলামে উঠবে। তারা পতিতাবৃত্তির একটি নেটওয়ার্কের শিকার হয়ে হাতে হাতে বদল হয়ে চলে যাবে, অবশেষে ইসরায়েলে পাচার করা হবে লোহিত সাগররের এক রিসর্ট নাইটক্লাবে কাজ করার জন্য।[১][৫] এক রাতে পতিতালয়ে ডায়ানা রোজ নামক এক ইংরেজ নারীর সাথে দেখা করে। সে তার কাছে সাহায্য প্রার্থনা করে। তাদের সাক্ষাৎ এই নারীদের দুর্দশায় বাঁচার লক্ষণ হয়।[১][৫]
মতামত
এক বিশ্লেষক বলেন, “প্রমিসড ল্যান্ড বা "প্রতিশ্রুত ভূমি" ইজরায়েলে পতিতা হিসাবে নিলামে বিক্রি হওয়া একদল অজ্ঞাত এস্তোনিয়ান তরুণীর গল্প এবং যৌনাঙ্গের এই ব্যবসায় তাদের দীক্ষার কথা বলে। সেই সাথে এক মেয়ে এই দুর্ঘটনা থেকে মুক্ত হওয়ার জন্য লড়াই করে। চলচ্চিত্রটি তার কথাও বলে।[৬]
অন্যান্য বর্ণনা
বিক্রয় এজেন্ট : হ্যানওয়ে ফিল্মস
ধারা : কথাসাহিত্য
পরিচালনা : আমোস গিতাই
প্রকাশের তারিখ : ফ্রান্স ১২ জানুয়ারি ২০০৫
চিত্রনাট্য : আমোস গিতাই, মারি-জোসে সানসেলমে
অভিনেতা : অ্যান পারিলাউড, হানা শাইগুল্লা, রোজামুন্ড পাইক, ডায়ানা বেসপেকনি
সিনেমাটোগ্রাফি : ক্যারোলিন চ্যাম্পেটিয়ার
চলচ্চিত্র সম্পাদনা : ইসাবেল ইনগোল্ড
শিল্প পরিচালক : এলি সায়ন
পোশাক ডিজাইনার : লরা ডিনুলেস্কু
সঙ্গীত : সাইমন স্টকহাউসেন
প্রযোজক : আমোস গিতাই, মাইকেল তপুয়াচ, লরেন্ট ট্রুকট
প্রযোজনান: রেকর্ড করা পিকচার কোম্পানি, এমপি প্রোডাকশন, আগাভ হাফাকোট (আইএল), হামন হাফাকোট (আইএল)
পরিবেশক : অ্যাড ভিটাম
চরিত্র
- রোজামুন্ড পাইক : গোলাপ
- ডায়ানা বেসপেকনি : ডায়ানা
- অ্যান প্যারিলাউড : অ্যান
- হানা শাইগুল্লা : হানা
- ইউসুফ আবু-ওয়ারদা : ইউসুফ
- আমোস লাভি : হেজি
পুরস্কার
এ্যাভিনির চলচ্চিত্র পুরস্কার “শান্তির জন্য চলচ্চিত্র পুরস্কা ২০০৪” যা ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদান করা হয়।[৭]
তথ্যসূত্র
- ↑ ক খ গ Felperin, Leslie (১৪ সেপ্টেম্বর ২০০৪)। "Promised Land"। Variety (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৯।
- ↑ "Biography | The Films of Amos Gitai"। www.amosgitai.com। ৩ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৯।
- ↑ Coussin, Orna (৩ নভেম্বর ২০০৪)। "Stripping the Myths"। Haaretz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৯।
- ↑ "Promised Land"। Cineuropa - the best of european cinema (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৪।
- ↑ ক খ "Promised Land | The Films of Amos Gitai"। www.amosgitai.com। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৯।
- ↑ "Promised Land"। ২০০৪-১০-২১।
- ↑ "Promised Land"। www.gaiff.am (ইংরেজি ভাষায়)। ১৩ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৯।