প্লেটোনীয় ঘনবস্তু
জ্যামিতিতে প্লেটোনীয় ঘনবস্তু (ইংরেজি ভাষায়: Platonic solid) এক ধরনের সুষম উত্তল বহুতলক, অনেকটা সুষম বহুভুজের মত। প্লেটোনীয় ঘনবস্তুুর তলগুলো এক ধরনের সদৃশ (congruent) সুষম বহুভুজ। অর্থাৎ, প্রতি কোণায় সমান সংখ্যক তল যুক্ত হয়, যে কারণে এর সবগুলো তলের ধার, কোণা এবং কোণ সদৃশ।
মোট ৫টি প্লেটোনীয় ঘনবস্তু রয়েছে:
চতুষ্তলক | ঘনক (বা সুষম ষষ্ঠতলক) |
অষ্টতলক | দ্বাদশতলক | বিংশতলক |
(এনিমেশন) |
(এনিমেশন) |
(এনিমেশন) |
(এনিমেশন) |
(এনিমেশন) |
ইতিহাস
প্লেটোনীয় ঘনবস্তুর নামকরণ করা হয়েছে প্রাচীন গ্রীসের দার্শনিক প্লেটোর নামানুসারে। প্রাচীনকাল থেকেই গ্রিকরা প্লেটোনীয় ঘনবস্তু নিয়ে প্রচুর গবেষণা করেছে। ইউক্লিড তাঁর বিখ্যাত ‘ইলিমেন্টস’ গ্রন্থে গাণিতিকভাবে প্লেটোনীয় ঘনবস্তু য়ে আলোচনা করেছেন, যেখানে তিনি বিভিন্ন প্লেটোনীয় ঘনবস্তুর পরিলিখিত গোলকের ব্যাস ও তার বাহুর দৈর্ঘ্যের আনুপাতের মান খুঁজে বের করেছেন। এছাড়াও, ৫টির অধিক প্লেটোনিক সলিড যে সম্ভব নয়, তা তিনিই যুক্তি দ্বারা প্রমাণ করেছিলেন।
১৬ শতাব্দীতে জার্মান জ্যোতির্বিদ জোহানেস কেপলার প্লেটোনীয় ঘনবস্তুর সাহায্যে সৌরজগতের গঠন ব্যাখ্যা করার চেষ্টা করেন । তিনি একটি মডেল প্রস্তাব করেন যেখানে বিভিন্ন প্লেটোনিক সলিড একে অপরের অভ্যন্তরে অবস্থিত কিন্তু বিভিন্ন অন্তর্লিখিত ও পরিলিখিত গোলক দ্বারা পৃথকায়িত এবং তিনি এ ধারণাও পেশ করেন যে সৌরজগতে গ্রহগুলোর মধ্যকার দূরত্ব এ মডেল দ্বারা ব্যাখ্যা করা সম্ভব। তাঁর এই ধারণা পরবর্তী সময়ে বাতিল হয়, কিন্তু তাঁর আবিষ্কৃত কক্ষপথের তিনটি সূত্র বিজ্ঞানের ইতিহাসে বিপ্লব নিয়ে আসে। [১]
তথ্যসূত্র
- ↑ লেখা (২০২৪-০১-২১)। "প্লেটোনিক সলিড মাত্র ৫টি কেন?"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০১।
- Atiyah, Michael; and Sutcliffe, Paul (2003). "Polyhedra in Physics, Chemistry and Geometry". Milan J. Math 71: 33–58. doi:10.1007/s00032-003-0014-1.
- Carl, Boyer; Merzbach, Uta (1989). A History of Mathematics (2nd ed.). Wiley. আইএসবিএন ০-৪৭১-৫৪৩৯৭-৭.
- Coxeter, H. S. M. (1973). Regular Polytopes (3rd ed.). New York: Dover Publications. আইএসবিএন ০-৪৮৬-৬১৪৮০-৮.
- Euclid (1956). Heath, Thomas L.. ed. The Thirteen Books of Euclid's Elements, Books 10–13 (2nd unabr. ed.). New York: Dover Publications. আইএসবিএন ০-৪৮৬-৬০০৯০-৪.
- Haeckel, E. (1904). Kunstformen der Natur. Available as Haeckel, E. (1998); Art forms in nature, Prestel USA. আইএসবিএন ৩-৭৯১৩-১৯৯০-৬, or online at [1].
- Weyl, Hermann (1952). Symmetry. Princeton, NJ: Princeton University Press. আইএসবিএন ০-৬৯১-০২৩৭৪-৩.
- "Strena seu de nive sexangula" (On the Six-Cornered Snowflake), 1611 paper by Kepler which discussed the reason for the six-angled shape of the snow crystals and the forms and symmetries in nature. Talks about platonic solids.