ফাইটার (২০১১-এর চলচ্চিত্র)
ফাইটার | |
---|---|
পরিচালক | রবি কিনাগী |
প্রযোজক | আই.ও.ইউ ফিল্মস্ |
রচয়িতা | এম. রতনাম |
কাহিনিকার | পি. সিলভি কুমার |
শ্রেষ্ঠাংশে | জিৎ শ্রাবন্তী চট্টোপাধ্যায় ফেরদৌস আহমেদ লকেট চট্টোপাধ্যায় বিশ্বজিৎ চক্রবর্তী বিপ্লব চ্যাটার্জি আশিষ বিদ্যার্থী |
সুরকার | ইন্দ্রদীপ দাশগুপ্ত |
সম্পাদক | রবি রাজন মিত্র |
প্রযোজনা কোম্পানি | আই.ও.ইউ ফিল্মস্ |
পরিবেশক | এস.কে মুভিজ |
মুক্তি | ৭ই জানুয়ারি, ২০১১ |
স্থিতিকাল | ১৬০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা[১] |
ফাইটার (অর্থ: যোদ্ধা) হল রবি কিনাগী পরিচালিত জিৎ ও শ্রাবন্তী অভিনীত অ্যাকশনধর্মী ভারতীয় বাংলা চলচ্চিত্র যা ৭ জানুয়ারি ২০১১ সালে মুক্তি পায়। এই চলচ্চিত্রটি প্রযোজিত হয় এস.কে মুভিজ এর পোস্টারে এবং সঙ্গীত পরিচালনা করেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই চলচ্চিত্রটি বক্স অফিসে খুব সাড়া ফেলে দেয়। এই চলচ্চিত্রটি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত তামিল চলচ্চিত্র "লাক্ষায়াম" এর পুনঃনির্মাণ।
অভিনয়ে
- জিৎ - সূর্য
- শ্রাবন্তী চট্টোপাধ্যায় - ইন্দু
- লকেট চট্টোপাধ্যায় - এ.সি.পি বোসের স্ত্রী
- ফেরদৌস আহমেদ - এ.সি.পি বোস
- বিপ্লব চ্যাটার্জি - দুর্নীতিবাজ ডি.আই.জি
- আশিষ বিদ্যার্থী - ডি.আই.জি
- বিশ্বজিৎ চক্রবর্তী - সূর্যের বাবা
- জয় বদলানি
- ভরত কল - সেকশন শঙ্কর
- সুমিত গাঙ্গুলী
- মৌসুমি সাহা
- বিশ্বনাথ বসু - আইসক্রিমওয়ালা[২]
সঙ্গীত
সকল গানের গীতিকার গৌতম সুস্মিত, প্রিয় চ্যাটার্জি, প্রসেন।
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | শিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "ফাইটার (শিরোনাম ট্র্যাক)" | গৌতম সুস্মিত, প্রিয় চ্যাটার্জি, প্রসেন | ইন্দ্রদীপ দাসগুপ্ত | দিবায়েন্ডু | ২:০৫ |
২. | "মন বানজারা" | গৌতম সুস্মিত, প্রিয় চ্যাটার্জি, প্রসেন | ইন্দ্রদীপ দাসগুপ্ত | কুনাল গাঞ্জাওয়ালা, মোনালি ঠাকুর | ৪:২৫ |
৩. | "কে সে" | গৌতম সুস্মিত, প্রিয় চ্যাটার্জি, প্রসেন | ইন্দ্রদীপ দাসগুপ্ত | শান, মোনালি ঠাকুর | ৪:২২ |
৪. | "ও সোনা" | গৌতম সুস্মিত, প্রিয় চ্যাটার্জি, প্রসেন | ইন্দ্রদীপ দাসগুপ্ত | কুনাল গাঞ্জাওয়ালা, মোনালি ঠাকুর | ৩:৫২ |
৫. | "নানা রঙ্গে" | ইন্দ্রদীপ দাসগুপ্ত | মহালক্ষ্মী আইয়ার | ৪:৩০ | |
৬. | "নানা রঙ্গে (করুণ)" | ইন্দ্রদীপ দাসগুপ্ত | সোহম চক্রবর্তী | ৩:০২ |
তথ্যসূত্র
- ↑ "Fighter movie product details"। induna.com। সংগ্রহের তারিখ ২০১৫-০৮-১৯।
- ↑ "Fighter (2011) Cast and Crew"। gomolo.com। ২০১৫-০৯-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৮-১৯।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ফাইটার (ইংরেজি)