ফাতেহ সিং (শিখধর্ম)
সাহিবজাদা বাবা ফাতেহ সিং জি | |
---|---|
ਬਾਬਾ ਫ਼ਤਿਹ ਸਿੰਘ ਜੀ, ਸਾਹਿਬਜ਼ਾਦਾ | |
![]() গুরু হার্সাহাইয়ের পোথিমালার দেয়ালচিত্রে অঙ্কিত গুরু গোবিন্দ সিংয়ের পুত্র ফাতেহ সিংয়ের চিত্র। | |
উপাধি | সাহিবজাদা |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | আনন্দপুর, ভারত | ২৫ ফেব্রুয়ারি ১৬৯৯
মৃত্যু | ২৮ ডিসেম্বর ১৭০৪ সিরহিন্দ, ফাতেহগড় সাহিব, পাঞ্জাব, ভারত | (বয়স ৫) বা, ১২ ডিসেম্বর ১৭০৫ (বয়স ৬)
মৃত্যুর কারণ | জীবন্ত সমাধির দ্বারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড |
সমাধিস্থল | গুরুদুয়ারা জ্যোতি স্বরূপ 30.642735, 76.404262 |
ধর্ম | শিখধর্ম |
পিতামাতা |
|
যে জন্য পরিচিত | নিহাং/আকালীর জনক |
আত্মীয় | গুরু তেগ বাহাদুর (দাদা) মাতা গুজরি (দাদী) অজিত সিং (বৈমাত্রের ভ্রাতা) জুজহার সিং (ভ্রাতা) জোরাওয়ার সিং (ভ্রাতা) |
ফাতেহ সিং (গুরুমুখী: ਫ਼ਤਿਹ ਸਿੰਘ, উচ্চারণ: [pʰat̪ɪɦ sɪ́ŋgᵊ]; ২৫ ফেব্রুয়ারি ১৬৯৯ – ২৮ ডিসেম্বর ১৭০৪ বা ১২ ডিসেম্বর ১৭০৫[note ১]), সাধারণত সম্মান জানাতে বাবা ফাতেহ সিং কিংবা সাহিবজাদা বাবা ফাতেহ সিং হিসাবে নামোচ্চারিত হয়, হলেন শিখ গুরু গুরু গোবিন্দ সিংয়ের চতুর্থ এবং কনিষ্ঠ পুত্র।
জীবনী
তিনি বর্তমান আনন্দপুরের গুরুদুয়ারা ভরা সাহিবের স্থলে জন্মগ্রহণ করেন এবং এখানেই লালিতপালিত হন।[১][২] ১৭০০ সালের ডিসেম্বরে তার মাতা মাতা জিতো মৃত্যুবরণ করলে তিনি তার দাদী মাতা গুজরির তত্ত্বাবধানে বেড়ে উঠছিলেন।[৩]
আরও দেখুন
- অজিত সিং (বৈমাত্রের ভ্রাতা);
- জুজহার সিং (ভ্রাতা);
- জোরাওয়ার সিং (ভ্রাতা);
- শিখধর্মে ধর্মযুদ্ধে আত্মোৎসর্গকারী;
- দুমাল্লা।
টীকা
- ↑ Different sources give varying dates for his birth and death.
তথ্যসূত্র
- ↑ Johal, Peter (২০১৬)। "Gurdwara Bhora"। Anandpur Chronicles : Volume 1.। Trafford Publishing। আইএসবিএন 978-1-4907-7024-6। ওসিএলসি 1152299552।
- ↑ Madanjit Kaur (২০০৭)। Guru Gobind Singh : historical and ideological perspective। Chandigarh, India: Unistar Books। পৃষ্ঠা 12। আইএসবিএন 978-81-89899-55-4। ওসিএলসি 294940899।
- ↑ The encyclopaedia of Sikhism। 2। Harbans Singh। Patiala: Punjabi University। ১৯৯২–১৯৯৮। পৃষ্ঠা 24। আইএসবিএন 0-8364-2883-8। ওসিএলসি 29703420।