ফিলিপিনো ভাষা
ফিলিপিনো | |
---|---|
পিলিপিনো, ওয়িকাং ফিলিপিনো | |
উচ্চারণ | টেমপ্লেট:IPA-tl |
দেশোদ্ভব | ফিলিপাইন |
মাতৃভাষী | (দেখুন তাগালোগ) দ্বিতীয় ভাষা: ৪৫ মিলিয়ন (২০১৩)[১] মোট: ৯০ মিলিয়ন |
অস্ট্রোনেশীয়
| |
ল্যাটিন (ফিলিপিনো বর্ণমালা) ফিলিপাইন ব্রেইল | |
সরকারি অবস্থা | |
সরকারি ভাষা | Philippines |
নিয়ন্ত্রক সংস্থা | কমিস্যন সা ওয়িকাং ফিলিপিনো |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-২ | fil |
আইএসও ৬৩৯-৩ | fil |
গ্লোটোলগ | fili1244 [২] |
ফিলিপাইনের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন ফিলিপিনোভাষী লোকের সংখ্যা। এখানে সেসমস্ত ভাষা দেখানো হয়েছে যেসমস্ত ভাষায় কমপক্ষে ১ মিলিয়ন লোক কথা বলে। যেসমস্ত অঞ্চল কালো হীরক দ্বারা চিহ্নিত সেখানে এসমস্ত ভাষা ব্যবহারকারীগণ ভাষাগত দিক থেকে সংখ্যালঘিষ্ঠ। | |
যুক্তরাষ্ট্রের যেসমস্ত অঞ্চলে ফিলিপিনো (তালালোগ) ভাষায় কথা বলা হয়। ভাষাটি ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে স্প্যানিশ এবং চীনার পর তৃতীয় বৃহত্তম বিদেশী ভাষা | |
ফিলিপিনো ভাষা (Filipino ফ়িলিপিনো, তাগালোগ ভাষায় Pilipino পিলিপিনো) তাগালোগ ভাষার সরকারিস্বীকৃত রূপ। ইংরেজির পাশাপাশি এই ভাষাও দাপ্তরিক কার্যক্রমে ব্যবহারের মর্যাদা রাখে।[৩]
তথ্যসূত্র
- ↑ এথ্নোলগে ফিলিপিনো (১৮তম সংস্করণ, ২০১৫)
- ↑ হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Filipino"। গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
- ↑ Constitution of the Philippines 1987, Article XIV, Sections 6 and 7
বহিঃসংযোগ