ফ্রেড ব্রুক্‌স

ফ্রেডরিক ফিলিপস ব্রুকস, Jr.
জন্ম (1931-04-19) এপ্রিল ১৯, ১৯৩১ (বয়স ৯৩)
ডারহাম, নর্থ ক্যারোলিনা
পরিচিতির কারণOS/360
The Mythical Man-Month
পুরস্কারটুরিং পুরস্কার ১৯৯৯
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রকম্পিউটার বিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহআইবিএম[]
ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিন অ্যাট চ্যাপেল হিল
ডক্টরাল উপদেষ্টাহাওয়ার্ড আইকেন

ফ্রেডরিক ফিলিপস ব্রুকস, জুনিয়র(জন্ম এপ্রিল ১৯, ১৯৩১) হলেন একজন মার্কিন সফটওয়্যার প্রকৌশলী এবং কম্পিউটার বিজ্ঞানী। ওএস/৩৬০ এর নির্মাণকাজের ব্যবস্থাপনা এবং পরবর্তিতে এসময়কার অভিজ্ঞতা মিথিক্যাল ম্যান-মনথ নামক তার সাড়া-জাগানো বইতে অকপটে তুলে ধরার জন্য বিখ্যাত হয়ে আছেন। ব্রুকস ১৯৯৯ সালে টুরিং পুরস্কার লাভ করেন।[]

শিক্ষাজীবন

ব্রুক্‌স ১৯৫৬ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

গ্রন্থতালিকা

  • ব্রুক্‌স, ফ্রেডেরিক পি. (১৯৬৩)। Automatic Data Processing  অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)
  • ব্রুক্‌স, ফ্রেডেরিক পি. (১৯৬৫)। Automatic Data Processing, System/360 Editionআইএসবিএন ০-৪৭১-১০৬০৫-৪  অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)
  • ব্রুক্‌স, ফ্রেডেরিক পি. (১৯৭৫, ২য় সংস্করণ. ১৯৯৫)। The Mythical Man-Month: Essays on Software Engineeringআইএসবিএন ০-২০১-৮৩৫৯৫-৯  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  • ব্রুক্‌স, ফ্রেডেরিক পি. (১৯৮৭)। No Silver Bullet: Essence and Accidents of Software Engineering  (reprinted in the second edition of The Mythical Man-Month)
  • ব্রুক্‌স, ফ্রেডেরিক পি. (১৯৯৭)। Computer Architecture: Concepts and Evolutionআইএসবিএন ০-২০১-১০৫৫৭-৮  অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

  1. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({cite doi}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1145/367149.367168, এর পরিবর্তে দয়া করে |doi=10.1145/367149.367168 সহ {সাময়িকী উদ্ধৃতি} ব্যবহার করুন।
  2. name="dblp"DBLP|id=Brooks_Jr=:Frederick_P=