বদনগঞ্জ
বদনগঞ্জ হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত গোঘাট ২ সমষ্টি উন্নয়ন ব্লকের একটি গ্রাম।
ভূগোল
বদনগঞ্জের স্থানাঙ্ক ২২°৫৪′১২″ উত্তর ৮৭°৩২′১৩″ পূর্ব / ২২.৯০৩১৯৯° উত্তর ৮৭.৫৩৬৯৭২° পূর্ব / 22.903199; 87.536972 ।
জনপরিসংখ্যান
২০১১ সালের জনগণনার তথ্য অনুযায়ী, বদনগঞ্জ গ্রামের মোট জনসংখ্যা ৩,৮৬৫। এর মধ্যে ১,৯৫৭ জন (৫১ শতাংশ) পুরুষ এবং ১,৯০৮ জন (৪৯ শতাংশ) মহিলা। অনূর্ধ্ব ছয় বছর বয়সীদের মোট সংখ্যা ৪১৫। বদনগঞ্জের মোট সাক্ষর জনসংখ্যা ২,৯১৩ (অন্যূন ছয় বছর বয়সী জনসংখ্যার ৮৪.৪৩ শতাংশ)।[ ১]
সংস্কৃতি
ডেভিড জে. ম্যাককাশন বদনগঞ্জ গ্রামের দু’টি পুরনো মন্দিরের কথা উল্লেখ করেছেন:[ ২]
১৮১০ সালে নির্মিত নবরত্ন শৈলীর দামোদর মন্দির, এটি তিনটি খিলানযুক্ত প্রবেশপথ বিশিষ্ট, মন্দিরগাত্রে টেরাকোটা অলংকরণযুক্ত।
১৮০২ সালে নির্মিত দালান শৈলীর দ্বিতল শ্রীধর-লালজিউ মন্দির, এটিও টেরাকোটার অলংকরণযুক্ত এবং পরিমাপ ১৮’৭’’ x ১৭’১১’’।
স্বাস্থ্য পরিষেবা
বদনগঞ্জে ২টি শয্যাবিশিষ্ট একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অবস্থিত।[ ৩]
বদনগঞ্জ চিত্রকক্ষ
১৮১০ সালে বরাট পরিবার প্রতিষ্ঠিত দামোদর মন্দির
নবরত্ন দামোদর মন্দির
দামোদর মন্দিরের গায়ে টেরাকোটার খোদাইচিত্র
দামোদর মন্দিরের গায়ে টেরাকোটার খোদাইচিত্র
তথ্যসূত্র
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে
বদনগঞ্জ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
পৌরসংস্থা , পুরসভা ও জনগণনা নগর
অন্যান্য স্থান
চুঁচুড়া মহকুমা চন্দননগর মহকুমা
আনন্দনগর
বাজেমেলিয়া
বেড়াবেড়ি
চাঁপাডাঙা
গোঁদালপাড়া
গোপালনগর
হরিপাল
জেজুর
শ্রীরামপুর মহকুমা
আদান
আকুনি
আলিপুর
অনন্তরামপুর
আনিয়া
আঁটপুর
আউশবাটী
আজবনগর
বাদে সোলা
বাঘাটি
বামনডাঙা
বন পাঁচবেড়ে
বনমালীপুর
বন্দপুর
বাণীপুর
বাঁকাগাছা
বনকৃষ্ণপুর
বড় চৌঘড়া
বেলেডাঙা
বেণীপুর
ভাদুয়া
চক বাংলা
চক তাজপুর
চণ্ডীতলা
ছোটো চৌঘড়া
দানপাতিপুর
দুধকানরা
দুধকোমরা
দত্তপুর
একলাখি
ফুরফুরা শরিফ
গণেশপুর
গোপালপুর
গোকুলপুর
হরিপুর
ইচ্ছাপাসার
জগন্নাথবাটী
জগমোহনপুর
জালামাদুল
জাঙ্গিপাড়া
জিয়ারা
কলাছড়া
কল্যাণবাটী
কানাইডাঙা
খানপুর
খোড়াগাড়ি
কৃষ্ণনগর
কৃষ্ণরামপুর
মাধবপুর
মধুপুর
মাখালপাড়া
মালিপুকুর
মামুদপুর
মেটেখাল
মনোহরপুর
মৃগলা
মুকুন্দপুর
ওকারদহ
পাকুর
পশ্চিম তাজপুর
পাতুল
রাধাবল্লভপুর
রঘুনাথপুর
সাদপুর
সাহানা
সন্ধিপুর
সাঁকা
সেহাখালা
শ্যামসুন্দরপুর
সিংজোর
সুচিয়া
থেরো
আরামবাগ মহকুমা
এলাকা
আরামবাগ বিবেকানন্দ পল্লি
ভদ্রকালী
হিন্দমোটর
মানকুন্ডু
সাহাগঞ্জ
সম্পর্কিত বিষয়
জেলা বাঁকুড়া
অযোধ্যা (দ্বাদশ শিবমন্দির)
আকুই (রাধাকান্ত মন্দির)
অম্বিকানগর (অম্বিকা মন্দির)
আটবাইচণ্ডী (বাসুলি মন্দির)
বৈতাল (শ্যামাচণ্ডী মন্দির)
বলসি পূর্বপাড়া (বিষ্ণু দেউল, শিবমন্দির ইত্যাদি)
বিষ্ণুপুর (বহু-সংখ্যক মন্দির)
দেউলভিড়া (পার্শ্বনাথ মন্দির)
ধারাপাট (ধারাপাটের দেউল)
ডিহর (ষাঁড়েশ্বর শিবমন্দির, শৈলেশ্বর শিবমন্দির)
দ্বাদশবাড়ি (নন্দকিশোর মন্দির)
এক্তেশ্বর (শিবমন্দির)
গোকুলনগর (গোকুলচাঁদ মন্দির)
গুমুট (মুনিনগর রাধাকান্ত মন্দির)
হাদাল নারায়ণপুর (রাধাদামোদর মন্দির)
হাড়মাসড়া (বিভিন্ন মন্দির)
জয়রামবাটী (সারদা দেবীর জন্মস্থান)
ময়নাপুর (হাকন্দ মন্দির)
পতিত ডোমমহল (শ্রীধর মন্দির)
সোনাতাপাল (সূর্যমন্দির)
বীরভূম
বক্রেশ্বর (বিভিন্ন মন্দির)
হেতমপুর (দেওয়ানজি মন্দির)
ইলামবাজার (গৌরাঙ্গ, রঘুনাথজিউ ও অন্যান্য মন্দির)
জয়দেব কেন্দুলি (রাধাবিনোদ মন্দির)
কঙ্কালিতলা (শক্তিপীঠ)
নানুর (বিশালাক্ষী ও অন্যান্য মন্দির)
সিউড়ি (রাধাদামোদর মন্দির)
সুরুল (লক্ষ্মীজনার্দন ও অন্যান্য মন্দির)
তারাপীঠ (তারা মন্দির)
কোচবিহার
বাণেশ্বর (শিবমন্দির)
ঢালিয়াবাড়ি (সিদ্ধান্তশিব মন্দির)
গোঁসাইমারি (কামতেশ্বরী মন্দির)
সিদ্ধেশ্বরী (সিদ্ধেশ্বরী মন্দির)
দার্জিলিং
দার্জিলিং (মহাকাল মন্দির, পিস প্যাগোডা, ঘুম মঠ)
হুগলি হাওড়া জলপাইগুড়ি নদিয়া
নবদ্বীপ (ঐতিহ্যবাহী মন্দিরসমূহ)
মায়াপুর (বিভিন্ন মন্দির)
পালপাড়া (পালপাড়া মন্দির)
উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর
চন্দ্রকোণা (বিভিন্ন মন্দির)
দাসপুর (বিভিন্ন মন্দির)
ডিহি বলিহরপুর (রাধাগোবিন্দ মন্দির)
দুবরাজপুর (লক্ষ্মীজনার্দন মন্দির)
ঘাটাল (বিভিন্ন মন্দির)
গোবিন্দনগর (রাধাগোবিন্দ মন্দির)
জলচক (দু’টি মন্দির)
জলশারা (বুড়ো শিবমন্দির)
কর্ণগড় (তিনটি মন্দির)
খরার (বিভিন্ন মন্দির)
ক্ষীরপাই (বিভিন্ন মন্দির)
লচ্ছিপুর (শ্রীধরজিউ মন্দির)
লাওডা (দু’টি মন্দির)
লয়াদা (তিনটি মন্দির)
নাড়াজোল (অনেক মন্দির)
পাথড়া (৩৪টি মন্দির)
রাধাকান্তপুর (দু’টি মন্দির)
রামজীবনপুর (বিভিন্ন মন্দির)
শাউলান (শ্যামসুন্দর মন্দির)
শ্রীরামপুর (লক্ষ্মীজনার্দন মন্দির)
পূর্ব বর্ধমান
অমরারগড় (বিভিন্ন মন্দির)
বৈদ্যপুর (জোড়া দেউল)
বর্ধমান (বিভিন্ন মন্দির)
কালনা (বিভিন্ন মন্দির)
কোগ্রাম (মঙ্গলচণ্ডী মন্দির)
মানকর (বিভিন্ন মন্দির)
শ্রীবাটী (শ্রীবিশ্বেশ্বর, শ্রীভোলানাথ ও শ্রীচন্দ্রেশ্বর মন্দির)
পূর্ব মেদিনীপুর
আলানগিরি (দু’টি মন্দির ও রাসমঞ্চ)
ভগবানপুর (দক্ষিণাকালী মন্দির)
ডিহি বাহিরি (জগন্নাথ মন্দির)
এগরা (শিব দেউল)
জুখিয়া (রাধাগোবিন্দ মন্দির)
মহিষাদল (মদনগোপাল মন্দির)
পাইকভেড়ি (শ্যামসুন্দর মন্দির)
পাঁচরোল (চারটি মন্দির)
পুরুলিয়া
আচকোডা (পুরনো আটচালা)
আনাইজামবাদ (দিগম্বর জৈন মন্দির)
বুধপুর (শিবমন্দির)
চেলিয়ামা (রাধাবিনোদ মন্দির)
ছাড়া (পুরনো জৈন মন্দির)
দেউলঘাটা (পুরনো মন্দিরসমূহ)
গড় পঞ্চকোট (পুরনো পঞ্চরত্ন ও অন্যান্য মন্দির)
হাড়াকটোর (পুরনো মূর্তিসমূহ)
পাকবিড়া (পুরনো জৈন মন্দির)
পাড়া (পুরনো মন্দিরসমূহ)
তেলকুপি (পুরনো নিমজ্জিত মন্দিরসমূহ)
কলকাতা কলকাতা (কালীঘাট মন্দির ও অন্যান্য মন্দিরসমূহ)
আরও দেখুন
The article is a derivative under the Creative Commons Attribution-ShareAlike License .
A link to the original article can be found here and attribution parties here
By using this site, you agree to the Terms of Use . Gpedia ® is a registered trademark of the Cyberajah Pty Ltd