বাইনারি লার্জ অবজেক্ট
বাইনারি লার্জ অবজেক্ট (BLOB) বা ব্লব হল এক ধরনের তথ্য সংরক্ষণের পদ্ধতি যার মাধ্যমে অনেক বড় আকারের বাইনারি ডাটা জমা করে রাখা যায় । সাধারণত এর মাধ্যমে ডাটা ভাণ্ডারে ছবি , শব্দ , স্ট্রিমিং ডাটা অবজেক্ট জমা করে রাখা হয় । এটি বিশেষ কয়েকটি ডাটাবেসে সমর্থন করে ।
ব্লবস হল বিরাট বাইনারি ডাটা সংরক্ষণের পদ্ধতি যা জিম স্টারকি ১৯৫৮ সালে উদ্ভাবন করেন ।[১] পরে বিশাল বাইনারি তথ্য জমা করে রাখার জন্য ইনফোমিক্স বিকল্প হিসাবে বাক্রনাইম বাইনারি লার্জ অবজেক্ট আবিষ্কার করে ।
এই ডাটা সিস্টেমের মাধ্যমে এক তথ্য ভাণ্ডার হতে অন্য তথ্য ভাণ্ডারে কোন রকম ত্রুটি ছাড়াই ডাটা স্থানান্তর সম্ভব হয় । করন এটি এমন কারিগরি ভাবে সাজানো হয়েছে যে কোন প্রকার পরীক্ষার প্রয়োজন নেই । যেহেতু এটি অনেক ডাটা সংরক্ষণে ব্যবহার করা হয় তাই সাধারণ কম্পিউটারে এটি কম ব্যবহার করা হয় । ১৯৭০ - ১৯৮০ তে এই ডাটা সংরক্ষণ ব্যবস্থা পরিচিতি লাভ করে এবং এর পেছনে আইবিএম ও ডিবি২ বিশেষ ভূমিকা পালন করে । [তথ্যসূত্র প্রয়োজন]
বিকল্প নাম
সাধারণ ডাটাবেসে এটি ব্লব নামে বেশি পরিচিত তবে একে বেসিক লার্জ অবজেক্ট অথবা বাইনারি ডাটা টাইপ নামে ডাকা হয় । তবে এটির এক্রনাইম ব্লব নাম ব্যবহার করা উচিত ।[২] Also might be referred to as the acronym "BLOB".[৩]
আরও দেখুন
- ক্যারেকটার লার্জ অবজেক্ট
- বাইনারি ব্লব
তথ্যসূত্র
- ↑ Starkey, James। "The true story of BLOBs"। email। ২৩ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০০৬।
- ↑ "binary and varbinary (Transact-SQL)"।
- ↑ "MySQL :: MySQL 5.0 Reference Manual :: 11.4.3 The BLOB and TEXT Types"।
টেমপ্লেট:Database-stub