বিশ্ব শিশু পুরস্কার
বিশ্ব শিশু পুরস্কার হলো শিশু অধিকারের জন্য সুইডেনের মেরিফ্রেডে অবস্থিত ওয়ার্ল্ডস চিলড্রেনস প্রাইজ ফাউন্ডেশন (ডব্লিউসিপিএফ) দ্বারা প্রদানকৃত একটি পুরস্কার, যা ২০০০ সালে সর্বপ্রথম প্রদান করা হয়েছে।[১] ডব্লিউসিপিএফ হল একটি অলাভজনক সংস্থা, সমস্ত রাজনৈতিক ও ধর্মীয় অনুষঙ্গ থেকে স্বাধীন, এবং সুয়েডীয় পোস্টকোড লটারি এবং সুয়েডীয় ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির সংস্থার সমর্থনে পরিচালিত হয়।
তথ্যসূত্র
- ↑ "Child Rights Heroes AZ - World's Children's Prize"। worldschildrensprize.org। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৫। C1 control character in
|শিরোনাম=
at position 22 (সাহায্য)
বহিঃসংযোগ
- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)