বিশ্ব স্বাস্থ্য দিবস

৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এই দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রতিষ্ঠিত হয়েছিল।[] প্রতিবছর একটি নির্দিষ্ট প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক ও স্থানীয়ভাবে দিবসটি পালন করা হয়। ১৯৫০ সালের ৭ এপ্রিল থেকে বিশ্বজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়ে আসছে।

সূচনা

১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। ১৯৪৬ সালের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়, ১৯৪৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালনের প্রস্তাব দেওয়া হলে তা ১৯৫০ সালে কার্যকর হয়।[] অর্থাৎ ৭ এপ্রিল " বিশ্ব স্বাস্থ্য দিবস " বলে নির্ধারিত হয়।

বিশ্ব স্বাস্থ্য দিবস 2024 থিম

বিশ্ব স্বাস্থ্য দিবস 2024 এর থিম হল "আমার স্বাস্থ্য, আমার অধিকার"। এই থিমটি মানসম্পন্ন স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং তথ্য অ্যাক্সেস করার সর্বত্র সকলের মৌলিক মানবাধিকারের উপর জোর দেয়। এটি বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা অ্যাক্সেসের বৈষম্যকে তুলে ধরে এবং ন্যায়সঙ্গত স্বাস্থ্য ফলাফল নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

WHO উল্লেখ করেছে: “বিশ্ব স্বাস্থ্য দিবস 2024-এর থিম হল 'আমার স্বাস্থ্য, আমার অধিকার'। এই বছরের থিমটি প্রত্যেকের অধিকার, সর্বত্র মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং তথ্য, সেইসাথে নিরাপদ পানীয় জল, বিশুদ্ধ বায়ু, ভাল পুষ্টি, মানসম্পন্ন আবাসন, শালীন কাজ এবং পরিবেশগত অবস্থা এবং স্বাধীনতার অ্যাক্সেসের অধিকারকে বেছে নেওয়া হয়েছিল। বৈষম্য থেকে।"

তথ্যসূত্র

  1. জাতিসংঘের পাতা
  2. প্রতিবেদক, নিজস্ব। "শুরু হলো বিশ্ব স্বাস্থ্য দিবস"দৈনিক প্রথম আলো। ২০২১-০৬-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৯ 

বহিঃসংযোগ