বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক
বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক | |
---|---|
সাধারণ তথ্যাবলী | |
ধরন | ঐতিহ্যবাহী স্থান, ধর্মীয় সংগঠন |
ঠিকানা | ৩৪ ওয়েস্ট ৭১তম স্ট্রিট |
শহর | নিউ ইয়র্ক |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
উদ্বোধন | নভেম্বর ১৮৯৪ |
স্বত্বাধিকারী | রামকৃষ্ণ মিশন |
বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক হল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত প্রথম বেদান্ত সোসাইটি। ১৮৯৪ সালের নভেম্বর মাসে স্বামী বিবেকানন্দ এটি স্থাপন করেন।[১][২][৩] ১৮৯৭ সালে রামকৃষ্ণ পরমহংসের অপর শিষ্য স্বামী অভেদানন্দ মার্কিন যুক্তরাষ্ট্রে এসে এই কেন্দ্রের ভার নেন। ১৯২১ সাল পর্যন্ত তিনি এই কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন। বর্তমানে এই বেদান্ত সোসাইটি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন অনুমোদিত।
ইতিহাস
প্রতিষ্ঠা
১৮৯৩ সালে বিবেকানন্দ যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের বিশ্বধর্ম মহাসভায় বকৃতা দেন। তিনি ওই সভায় ভারত ও হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করেন। ওয়ে অইএ রুবু মিনেপোলিস, মেমফিস, ডেট্রোয়েট ও নিউ ইয়র্ক পর্যটন করেন। প্রায় সব জায়গাতেই তিনি বক্তৃতা দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ১৮৯৪ সালের ১৬ মে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন। ওই বছর নভেম্বরে নিউ ইয়র্কের ম্যানহ্যাটন এলাকার ৫৪ ওয়েস্ট ৩৩তম স্ট্রিটে প্রথম বেদান্ত সোসাইটি স্থাপন করেন।[৪]
১৮৯৪–১৯২১
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের নানা অঞ্চল পর্যটন করে ১৮৯৭ সালে বিবেকানন্দ ভারতে ফিরে আসেন। রামকৃষ্ণ পরমহংসের অপর সাক্ষাৎ শিষ্য স্বামী অভেদানন্দ যুক্তরাষ্ট্রে গিয়ে বেদান্ত সোসাইটির ভার নেন। ১৯২১ সাল পর্যন্ত তিনি এই কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন। তারপর তিনি ভারতে ফিরে আসেন। অধ্যক্ষ থাকাকালীন তিনি সোসাইটিকে নিউ ইয়র্কের আইনের আওতায় এনে সুসংগঠিত করেন।[৫]
১৯২১–এখন
প্রথম দিকে ভাড়াবাড়িতে সোসাইটির কাজকর্ম চলত। তাই বহুবার এর ঠিকানা বদলেছে। ১৯২১ সালে ৩৪ ওয়েস্ট ৭১তম স্ট্রিটের স্থায়ী প্রধান কার্যালয়ের ঠিকানায় সোসাইটি উঠে যায়। এটিই এখন এর ঠিকানা।[৩][৬]
প্রতিষ্ঠার পর থেকে ছয় জন অধ্যক্ষ এই কেন্দ্রের দায়িত্ব সামলেছেন। ১৯৭৬ সাল থেকে স্বামী তথাগতানন্দ এই কেন্দ্রের অধ্যক্ষ।[৩]
কাজকর্ম
রামকৃষ্ণ মঠ ও মিশন অনুমোদিত এই সোসাইটিতে একটি গ্রন্থাগার, গ্রন্থবিপণি ও প্রার্থনা কক্ষ আছে। এখানে শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত বইটির উপর সাপ্তাহিক লেকচার ক্লাস আয়োজিত হয়। নিয়মিত সেমিনার ও কনভেনশনও হয়।[৭]
পাদটীকা
- ↑ Gupta 1986, পৃ. 118–119
- ↑ Rinehart 2004, পৃ. 391
- ↑ ক খ গ "Vedanta Society of New York history"। Vedanta Society of New York। ১২ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ Vrajaprana 1999, পৃ. 80–88
- ↑ Gallagher ও Ashcraft 2006, পৃ. 3
- ↑ Quinn 2009, পৃ. 2
- ↑ "Vedanta Society of New York activities"। Vedanta Society of New York। ১২ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৩।
তথ্যসূত্র
- Gupta, Raj Kumar (১৯৮৬)। The Great Encounter: A Study of Indo-American Literature and Cultural Relations। Abhinav Publications। আইএসবিএন 978-81-7017-211-6।
- Gallagher, Eugene V.; Ashcraft, W. Michael (২০০৬)। Introduction to New and Alternative Religions in America: African diaspora traditions and other American innovations। Greenwood Publishing Group। আইএসবিএন 978-0-275-98717-6।
- Rinehart, Robin (২০০৪)। Contemporary Hinduism: Ritual, Culture, and Practice। ABC-CLIO। আইএসবিএন 978-1-57607-905-8।
- Vrajaprana, Pravrajika (১৯৯৯)। Vedanta: A Simple Introduction। Vedanta Press। আইএসবিএন 978-0-87481-373-9।
- Quinn, Edward (২০০৯)। Critical Companion to George Orwell। Infobase Publishing। আইএসবিএন 978-1-4381-0873-5।