বোশিন যুদ্ধ বা জাপানি বিপ্লব ছিল ১৮৬৮-১৮৬৯ সাল পর্যন্ত সংঘটিত জাপানের একটি গৃৃহযুদ্ধ। এই যুদ্ধে জাপানের রাজকীয় বাহিনী (সম্রাট মেইজি সমর্থিত)'র হাতে তোকুগাওয়া শোগুনতন্ত্র এর সামান্ত শাসকদের সম্মিলিত বাহিনী পরাজিত হয়। ফলসরূপ তোগুগাওয়ার শোগুন'রা (সামান্ত) সম্রাট মেইজির হাতে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয় এবং মেইজি পুনর্গঠন পুরোপুরি কার্যকর হয়। ফলস্বরূপ আধুনিক জাপান ও জাপান সাম্রাজ্য এর জন্ম হয়। এই জন্য যুদ্ধটিকে অনেকে জাপানি বিপ্লব নামে অভিহিত করে থাকে। বোশিন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জাপানের মেইজি সরকারের এবং ফ্রান্স ও তৎকালীন জার্মান সাম্রাজ্য তোগুগাওয়া শোগুনদের পক্ষ অবলম্বন করে।