ভগৎ সাধনা


সাধনা
অমৃতসরের গুরুদুয়ার বাবা অটলে আনুমানিক ১৯শ শতকের অঙ্কিত একটি ম্যুরাল চিত্রে ভগৎ সাধনা।
জন্ম১১৮০
শেহওয়ান শরীফ, সুম্রা সাম্রাজ্য[১][২][৩]
(আধুনা: হায়দ্রাবাদ, সিন্ধু, পাকিস্তান)
মৃত্যু
পেশাকসাই
পরিচিতির কারণগুরু গ্রন্থ সাহিবের একটি স্তোত্রের রচয়িতা।


ভগৎ সাধনা, যাকে সাধনা কাসাইও বলা হয়, হলেন একজন উত্তর ভারতীয়[১][২][৩] কবি, সাধক, রহস্যবাদী এবং ভক্তদের একজন যাদের স্তোত্র গুরু গ্রন্থ সাহিবে অন্তর্ভুক্ত রয়েছে। তিনি শিখ এবং রবিদাসিয়াদের মধ্যে পাঞ্জাব অঞ্চলে সম্মানিত,[৪] তার ভক্তিমূলক স্তবটি বেশিরভাগ প্রচারকদের দ্বারা ব্যাপকভাবে উদ্ধৃত হয়েছে। রাগ বিলাবলে রচিত তার একটি স্তোত্র আদিগ্রন্থ সাহিবে রয়েছে।[৫][৬] ভগৎ সাধনার অনুসারীদের "সাধনাপন্থী" বলা হয়।[৭] তার একমাত্র স্মারক হল সিরহিন্দের একটি মসজিদ, যেখানে তিনি মারা যান।


তথ্যসূত্র

  1. Page 235, Selections from the Sacred Writings of the Sikhs- By K. Singh, Trilochan Singh
  2. Fareedkoti Teeka, Pundit Tara Singh Narotam
  3. Mahankosh, Kahn Singh Nabha
  4. Ravidasia Website
  5. Page 858, Adi Granth
  6. Datta, Amaresh (১৯৮৭)। Encyclopaedia of Indian Literature: A-Devo, Volume 1। Sahitya Akademi। পৃষ্ঠা 79। আইএসবিএন 9788126018031 
  7. A glossary of the tribes and castes of the Punjab and North-West, HA ROSE

বহিঃসংযোগ