ভারতীয় রিপাবলিকান পার্টি (সংযুক্ত)
ভারতীয় রিপাবলিকান পার্টি (সংযুক্ত) বা আরপিআই(ইউ) হল ভারতীয় রিপাবলিকান পার্টির (আরপিআই) অনেকগুলো গোষ্ঠীর একটি জোট। এটি ২০০৯ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য গঠিত হয়েছিল। দলটি প্রাথমিকভাবে রাজেন্দ্র গাভাই, যোগেন্দ্র কাওয়াদে, টিএম কাম্বলে এবং অন্যান্যদের নেতৃত্বে ছিল কিন্তু গাভাইয়ের দলটি পরে ঐক্যবদ্ধ দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দলটি তখন থেকে জোট গঠনের আগের বিরোধের মতো অভ্যন্তরীণ দ্বন্দ্বের শিকার হয়েছে।[১] বেশ কয়েকটি দল এখনও নিজেদের আরপিআই বলে দাবি করে।[২]
আরপিআই(ইউ) ২০০৯ সালের রাজ্য নির্বাচনের আগে মহারাষ্ট্রে রিপাবলিকান বাম গণতান্ত্রিক ফ্রন্ট জোটের অংশ ছিল।
সদস্য
আরপিআই(ইউ) বর্তমানে অন্তর্ভুক্ত করে:
- যোগেন্দ্র কাওয়াদের নেতৃত্বে পিপলস রিপাবলিকান পার্টি
- টিএম কাম্বলের ভারতীয় রিপাবলিকান পার্টি
- বিসি কাম্বলের ভারতীয় রিপাবলিকান পার্টি
- রাজাভাউ খোব্রাগড়ের ভারতীয় রিপাবলিকান পার্টি [৩]
- ভারতীয় রিপাবলিকান পার্টি ( ধলে)
- ভারতীয় রিপাবলিকান পার্টি (মোঘা)
- ভারতীয় রিপাবলিকান পার্টি (তালওয়াটকার)
- ভারতীয় রিপাবলিকান পার্টি (শিবরাজ)
- নামদেও ধসালের ভারতীয় রিপাবলিকান পার্টি (দলিত প্যান্থার)
- মাখরাম পাওয়ারের বহুজন মহাসঙ্ঘ
তথ্যসূত্র
- ↑ "Poke Me: Has Indian politics failed BR Ambedkar?"। timesofindia-economictimes। ১৬ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ TNN (৭ ডিসেম্বর ২০১৪)। "RPI factions clash on Ambedkar death anniversary"। The Times of India। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Uttam Khobragade, leader of Ambedkar's Republican Party of India, however, said despite Ambedkar's opposition to Hinduism competition among parties to claim his legacy was a positive development for Dalits."।