ভারতের অঞ্চলগুলির তালিকা
এই তালিকাভুক্ত অঞ্চলগুলি ভারত সরকার দ্বারা দাপ্তরিক ভাবে স্বীকৃত নাও হতে পারে। তালিকায় এমন অঞ্চলও থাকতে পারে যা বর্তমানে একক ভাবে ভারতীয় অধীরাজ্যের অন্তর্ভুক্ত নয়; যেমন পাঞ্জাব অঞ্চল যা বর্তমানে পাকিস্তান ও ভারতের দ্বারা বিভাজিত এমনই ভাবে বঙ্গ অঞ্চল, কাশ্মীর অঞ্চল ইত্যাদি। এবং মিথিলা, বুন্দেলখণ্ড, আওয়াধ ইত্যাদি ঐতিহাসিক অঞ্চল যা ঐতিহাসিক কালে স্বাধীন রাজ্য বা সাম্রাজ্য ছিলো কিন্তু বর্তমানে তা সরকারীভাবে স্বীকৃত নয়।
প্রধান অঞ্চলগুলি
নাম | জনসংখ্যা (২০১১ আদমশুমারি) | বৃহৎ নগর | আয়তন |
---|---|---|---|
পূর্ব ভারত | ২৭০,৬৭৩,৬৫৭ | কলকাতা | ৪,২৫,৪৩৩ কিমি২ |
উত্তর ভারত | ৫৪৩,৯৩৭,৪৩০ | নতুন দিল্লি | ৭২৬,১৩৩ কিমি২ |
উত্তর-পূর্ব ভারত | ৪৪,৯৮০,২৯৪ | গৌহাটি | ২৫৫,০৮৬ কিমি২ |
দক্ষিণ ভারত | ২৫২,৫৫৭,৩৩৬ | বেঙ্গালুরু | ৬৩৬,২৩৬ কিমি২ |
পশ্চিম ভারত | ১৭৪,৮০০,০৮৭ | মুম্বাই | ৫০৮,০৪২ কিমি২ |
উপরের তালিকায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও লাক্ষাদ্বীপেরর আয়তন ধরা হয়নি। যদিও দুটিকেই যথাক্রমে পূর্ব ভারত ও দক্ষিণ ভারতে ধরাহয়।[১]
উত্তর ভারত
- আওয়াধ (উত্তরপ্রদেশ)
- বাঘেলখণ্ড (মধ্যপ্রদেশ)
- বুন্দেলখণ্ড (মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ)
- চম্ব, হিমাচলপ্রদেশ-কাঙ্গ্রা (হিমাচল প্রদেশ)
- দোআব/ব্রজ(উত্তরপ্রদেশ)
- ধুন্ধার (রাজস্থান)
- গাঢ়ওয়াল (উত্তরাখণ্ড)
- গ্রিড (মধ্যপ্রদেশ)
- গোড়ওয়ার (রাজস্থান)
- গন্ডোয়ানা (ছত্তিসগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র)
- হড়োতি (রাজস্থান)
- জম্মু (জম্মু ও কাশ্মীর)
- কাশ্মীর (জম্মু ও কাশ্মীর)
- কুমায়ুন (উত্তরাখণ্ড)
- লাদাখ (জম্মু ও কাশ্মীর)
- মগধ (বিহার)
- মহাকোশল (মধ্যপ্রদেশ)
- মালওয়া (মধ্যপ্রদেশ)
- মাড়ওয়াড় (রাজস্থান)
- মেওয়াড় (রাজস্থান)
- মেওয়াত (রাজস্থান, হরিয়না)
- নিমার (মধ্যপ্রদেশ)
- পাঞ্জাব
- দোআব (পাঞ্জাব)
- মাজহা (পাঞ্জাব)
- মালওয়া (পাঞ্জাব)
- পূর্বাঞ্চল (উত্তরপ্রদেশ)
- রোহিলখণ্ড (উত্তরপ্রদেশ)
- শেখাওয়াতি (রাজস্থান)
- বাগাড় (রাজস্থান)
- বিন্ধ্য প্রদেশ (মধ্যপ্রদেশ)
পূর্ব ভারত
- গৌড়/বরেন্দ্রভূমি (পশ্চিমবঙ্গ)
- কামতাপুর (আসাম)
- করোন্ডা মণ্ডল
- কোশাল, পশ্চিম ওড়িশা
- কালাহান্দি বালানগির কোরাপুত
- ওড়িশা
- রাঢ়
- মিথিলা
উত্তরপূর্ব ভারত
দক্ষিণ ভারত
Ċ
- ওয়ারাঙ্গাল (তেলেঙ্গানা)
পশ্চিম ভারত
- চারোতার (Gujarat)
- Ahmedabad Gujarat
- Dadra (Dadra and Nagar Haveli)
- Daman (Daman and Diu)
- Desh (Maharashtra)
- Diu (Daman and Diu)
- Gujarat Halaar
- কাথিয়াওয়াড়/সৌরাষ্ট্র (গুজরাত)
- খানদেশ (মহারাষ্ট্র)[১০]
- কঙ্কণ (গোয়া, মহারাষ্ট্র, কর্ণাটক)[১১]
- কচ্ছ (গুজরাত)[১২]
- মারাঠওয়াড়া (মহারাষ্ট্র)[১৩]
- Nagar Haveli DNH (Dadra and Nagar Haveli)
- Surat Gujarat
- Vidarbha/Berar (Maharashtra)[১৪]
- Malwa (Madhya Pradesh)
- Nimar (Madhya Pradesh)
ভারতের দ্বীপগুলি
- আমিনিদিভি দ্বীপপুঞ্জ (লাক্ষাদ্বীপ)
- আন্দামান দ্বীপপুঞ্জ (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ)
- মিনিকয় দ্বীপ (লাক্ষাদ্বীপ)
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ "Archived copy"। ১০ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৩, ২০১২।