ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
ভারতের রাজনীতি |
---|
![]() |
আইন ও কেন্দ্রীয় সরকার |
নির্বাচন ও রাজনৈতিক দল |
প্রশাসনিক বিভাগ ও যুক্তরাষ্ট্রবাদ |
![]() |
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী গৃহমন্ত্রী (হিন্দি) | |
---|---|
![]() | |
![]() | |
স্বরাষ্ট্র মন্ত্রক | |
সম্বোধনরীতি | মাননীয় |
সংক্ষেপে | HM |
এর সদস্য | কেন্দ্রীয় মন্ত্রিসভা |
যার কাছে জবাবদিহি করে | ভারতের প্রধানমন্ত্রী, ভারতীয় সংসদ |
আসন | নর্থ ব্লক, রাষ্ট্রপতি ভবন, নতুন দিল্লি |
নিয়োগকর্তা | ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে |
মেয়াদকাল | ৫ বছর |
পূর্ববর্তী | রাজনাথ সিং (২০১৪-১৯) |
সর্বপ্রথম | সর্দার বল্লভভাই প্যাটেল (১৯৪৭-৫০) |
গঠন | ১৫ আগস্ট ১৯৪৭ |
ওয়েবসাইট | mha |
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হলেন ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান। তিনি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের একজন সিনিয়র কার্যনির্বাহী। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধান দায়িত্ব হল ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষণাবেক্ষণ; দেশের বৃহৎ পুলিশ বাহিনী তার এখতিয়ারের অধীনে আসে। কখনও কখনও তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্র বিষয়ক নিম্ন পদমর্যাদার উপমন্ত্রী দ্বারা সহায়তা করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রীদের তালিকা
ক্রম | প্রতিকৃতি | নাম | কার্যকাল | প্রধানমন্ত্রী | দল | |||
---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
সর্দার বল্লভভাই প্যাটেল | ১৫ আগস্ট ১৯৪৭ | ১২ ডিসেম্বর ১৯৫০ | ৩ বছর, ১১৯ দিন | জহরলাল নেহরু | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
২ | ![]() |
জহরলাল নেহরু | ১২ ডিসেম্বর ১৯৫০ | ২৬ ডিসেম্বর ১৯৫০ | ১৪ দিন | |||
৩ | ![]() |
চক্রবর্তী রাজাগোপালাচারী | ২৬ ডিসেম্বর ১৯৫০ | ৫ নভেম্বর ১৯৫১ | ৩১৪ দিন | |||
৪ | ![]() |
কৈলাশ নাথ কাটজু | ৫ নভেম্বর ১৯৫১ | ১০ জানুয়ারি ১৯৫৫ | ৩ বছর, ৬৬ দিন | |||
৫ | ![]() |
গোবিন্দ বল্লভ পন্থ | ১০ জানুয়ারি ১৯৫৫ | ২৫ ফেব্রুয়ারি ১৯৬১ | ৬ বছর, ৪৬ দিন | |||
৬ | ![]() |
লাল বাহাদুর শাস্ত্রী | ২৫ ফেব্রুয়ারি ১৯৬১ | ১ সেপ্টেম্বর ১৯৬৩ | ২ বছর, ১৮৮ দিন | |||
৭ | ![]() |
গুলজারিলাল নন্দ | ১ সেপ্টেম্বর ১৯৬৩ | ৯ নভেম্বর ১৯৬৬ | ৩ বছর, ৬৯ দিন | জহরলাল নেহরু লাল বাহাদুর শাস্ত্রী ইন্দিরা গান্ধী | ||
৮ | ![]() |
ইন্দিরা গান্ধী | ৯ নভেম্বর ১৯৬৬ | ১৩ নভেম্বর ১৯৬৬ | ৪ দিন | ইন্দিরা গান্ধী | ||
৯ | ![]() |
যশবন্তরাও চবন | ১৩ নভেম্বর ১৯৬৬ | ২৭ জুন ১৯৭০ | ৩ বছর, ২২৬ দিন | |||
(৮) | ![]() |
ইন্দিরা গান্ধী | ২৭ জুন ১৯৭০ | ৫ ফেব্রুয়ারি ১৯৭৩ | ২ বছর, ২২৩ দিন | |||
১০ | উমা শঙ্কর দিক্ষিত | ৫ ফেব্রুয়ারি ১৯৭৩ | ১০ অক্টোবর ১৯৭৪ | ১ বছর, ২৪৭ দিন | ||||
১১ | ![]() |
কাসু ব্রহ্মানন্দ রেড্ডি | ১০ অক্টোবর ১৯৭৪ | ২৪ মার্চ ১৯৭৭ | ২ বছর, ১৬৫ দিন | |||
১২ | ![]() |
চরণ সিং | ২৪ মার্চ ১৯৭৭ | ১ জুলাই ১৯৭৮ | ১ বছর, ৯৯ দিন | মোরারজী দেসাই | জনতা পার্টি | |
১৩ | ![]() |
মোরারজী দেসাই | ১ জুলাই ১৯৭৮ | ২৪ জানুয়ারি ১৯৭৯ | ২০৭ দিন | |||
১৪ | হিরুভাই এম. পটেল | ২৪ জানুয়ারি ১৯৭৯ | ২৮ জুলাই ১৯৭৯ | ১৮৫ দিন | ||||
(৯) | ![]() |
যশবন্তরাও চবন | ২৮ জুলাই ১৯৭৯ | ১৪ জানুয়ারি ১৯৮০ | ১৭০ দিন | চরণ সিং | ভারতীয় জাতীয় কংগ্রেস (উরস) | |
১৫ | ![]() |
জৈল সিং | ১৪ জানুয়ারি ১৯৮০ | ২২ জুন ১৯৮২ | ২ বছর, ১৫৯ দিন | ইন্দিরা গান্ধী | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
১৬ | ![]() |
আর. ভেঙ্কটরমন | ২২ জুন ১৯৮২ | ২ সেপ্টেম্বর ১৯৮২ | ৭২ দিন | |||
1৭ | প্রকাশ চন্দ্র শেঠি | ২ সেপ্টেম্বর ১৯৮২ | ১৯ জুলাই ১৯৮৪ | ১ বছর, ৩২১ দিন | ||||
1৮ | পি. ভি. নরসিমা রাও | ১৯ জুলাই ১৯৮৪ | ৩১ ডিসেম্বর ১৯৮৪ | ১৬৫ দিন | ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী | |||
১৯ | ![]() |
শঙ্কররাও চবন | ৩১ ডিসেম্বর ১৯৮৪ | ১২ মার্চ ১৯৮৬ | ১ বছর, ৭১ দিন | রাজীব গান্ধী | ||
(১৮) | পি. ভি. নরসিমা রাও | ১২ মার্চ ১৯৮৬ | ১২ মে ১৯৮৬ | ৬১ দিন | ||||
২০ | ![]() |
বুটা সিং | ১২ মে ১৯৮৬ | ২ ডিসেম্বর ১৯৮৯ | ৩ বছর, ২০৪ দিন | |||
২১ | ![]() |
মুহাম্মদ সাইদ | ২ ডিসেম্বর ১৯৮৯ | ১০ নভেম্বর ১৯৯০ | ৩৪৩ দিন | বিশ্বনাথ প্রতাপ সিং | জনতা দল | |
২২ | ![]() |
চন্দ্র শেখর | ১০ নভেম্বর ১৯৯০ | ২১ জুন ১৯৯১ | ২২৩ দিন | চন্দ্র শেখর | সমাজবাদী জনতা পার্টি (রাষ্ট্রীয়) | |
(১৯) | ![]() |
শঙ্কররাও চবন | ২১ জুন ১৯৯১ | ১৬ মে ১৯৯৬ | ৪ বছর, ৩৩০ দিন | পি. ভি. নরসিমা রাও | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
২৩ | ![]() |
মুরলী মনোহর যোশী | ১৬ মে ১৯৯৬ | ১ জুন ১৯৯৬ | ১৬ দিন | অটল বিহারী বাজপেয়ি | ভারতীয় জনতা পার্টি | |
২৪ | ![]() |
এইচ. ডি. দেবেগৌড়া | ১ জুন ১৯৯৬ | ২৯ জুন ১৯৯৬ | ২৮ দিন | এইচ. ডি. দেবেগৌড়া | জনতা দল | |
২৫ | ইন্দ্রজিৎ গুপ্ত | ২৯ জুন ১৯৯৬ | ১৯ মার্চ ১৯৯৮ | ১ বছর, ২৬৩ দিন | এইচ. ডি. দেবেগৌড়া ইন্দ্র কুমার গুজরাল |
ভারতের কমিউনিস্ট পার্টি | ||
২৬ | ![]() |
লাল কৃষ্ণ আডবাণী | ১৯ মার্চ ১৯৯৮ | ২২ মে ২০০৪ | ৬ বছর, ৬৪ দিন | অটল বিহারী বাজপেয়ি | ভারতীয় জনতা পার্টি | |
২৭ | ![]() |
শিবরাজ পাটিল | ২২ মে ২০০৪ | ৩০ নভেম্বর ২০০৮ | ৪ বছর, ১৯২ দিন | মনমোহন সিং | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
২৮ | ![]() |
পালনিয়াপ্পান চিদম্বরম | ৩০ নভেম্বর ২০০৮ | ৩১ জুলাই ২০১২ | ৩ বছর, ২৪৪ দিন | |||
২৯ | সুশীলকুমার সিন্ধে | ৩১ জুলাই ২০১২ | ২৬ মে ২০১৪ | ১ বছর, ২৯৯ দিন | ||||
৩০ | ![]() |
রাজনাথ সিং | ২৬ মে ২০১৪ | ৩০ মে ২০১৯ | ৫ বছর, ৪ দিন | নরেন্দ্র মোদী | ভারতীয় জনতা পার্টি | |
৩১ | অমিত শাহ | ৩০ মে ২০১৯ | বর্তমান | ৫ বছর, ২৫৭ দিন |