ভিসা ইনকর্পোরেটেড
ধরন | পাবলিক লিমিটেড কোম্পানি |
---|---|
নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ কম্পোনেন্ট | |
আইএসআইএন | US92826C8394 |
শিল্প | আর্থিক সেবা |
প্রতিষ্ঠাকাল | ফ্রেন্সকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র |
প্রতিষ্ঠাতা | Dee Hock |
সদরদপ্তর | ফসটার সিটি, ক্যালিফোর্নিয়া[১] , যুক্তরাষ্ট্র |
বাণিজ্য অঞ্চল | বৈশ্বিক |
প্রধান ব্যক্তি | জোসেফ সান্ডার (নির্বাহি চেয়ারম্যান) চার্লস স্কার্ফ (সিইও) |
পণ্যসমূহ | ক্রেডিট কার্ড |
আয় | $10.421 billion USD (2012)[২] |
সুদ ও করপূর্ব আয় | $২.১৩৯ বিলিয়ন মার্কিন ডলার (২০১২)[২] |
নীট আয় | $২.১৪৪ বিলিয়ন মার্কিন ডলার (২০১২)[২] |
মোট সম্পদ | $৪০.০১৩ বিলিয়ন মার্কিন ডলার (২০১২)[২] |
মোট ইকুইটি | $২৭.৬৩০ বিলিয়ন মার্কিন ডলার (২০১২)[২] |
কর্মীসংখ্যা | ৮,৫০০ (২০১২)[২] |
ওয়েবসাইট | visa |
ভিসা ইনকর্পোরেটেড বা ভিসা হল একটি আমেরিকান বহুজাতিক আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফসটার সিটিতে অবস্থিত। কোম্পানিটি সারা বিশ্বে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের সরঞ্জাম ও যন্ত্রপাতি এবং সফটওয়্যার সরবরাহ করে থাকে। এর প্রদত্ত সেবাগুলোর মধ্যে অন্যতম হলো ভিসা ব্রান্ডের ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড। ভিসা কখনই কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড প্রদান করে না কিংবা কোন ধরনের কার্ডের জন্য ক্রেডিট সীমা নির্ধারন করে না। এটি শুধুমাত্র আর্থিক প্রতিষ্টানগুলোকে তাদের মক্কেলদের প্রদানের লক্ষে ভিসা ব্রান্ডের সরঞ্জাম প্রদান করে থাকে। নেলসন রিপোর্ট অনুযায়ী, ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের ইলেক্টনিক ফান্ড ট্রান্সফার বাজারের ৩৮% এবং ক্রেডিট কার্ড বাজারের প্রায় ৬০% ভিসার দখলে ছিল। ২০০৯ সালে ভিসা এর বৈশ্বিক নেটওয়ার্কের মাধ্যমে প্রায় ৬২ বিলিয়ন লেনদেন সম্পন্ন করে যাতে প্রায় ৪.৪ ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হয়।
অস্ট্রেলিয়া, ওশেনিয়া, এশিয়া-প্যাসিফিক, উত্তর আমেরিকা, মধ্য ও দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান, পশ্চিম ইউরোপ, মধ্য ও পূর্ব ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভিসার ব্যবসায়িক কর্মকাণ্ড রয়েছে। ভিসা ইউরোপ হল ভিসার একটি এক্সক্লুসিভ ট্রেডমার্ক লাইসেন্স যা শুধুমাত্র ইউরোপেই ব্যবহৃত হয়।
তথ্যসূত্র
- ↑ Leuty, Ron (২০১২-০৯-১৩)। "Visa moving headquarters from San Francisco to Foster City"। San Francisco Business Times। সংগ্রহের তারিখ ২০১৩-০২-২৭।
[Visa] said Thursday that it is closing its headquarters in San Francisco and moving about 100 employees back to its Foster City campus, effective Oct. 1. [...] The bulk of the company's employees — 3,100 of more than 7,700 worldwide... are in Foster City.
- ↑ ক খ গ ঘ ঙ চ "2012 Form 10-K, Visa Inc."। United States Securities and Exchange Commission।
বহিঃসংযোগ
- অফিসিয়াল প্রোফাইল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ সেপ্টেম্বর ২০০৯ তারিখে
- ভিসা-র অফিসিয়াল ব্লগ সাইট
- Yahoo! — Visa U.S.A. Inc. Company Profile ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ জুন ২০১১ তারিখে
- Yahoo! — Visa International Company Profile