ভিসুয়া ক্রাকুফ

ভিসুয়া ক্রাকুফ
পূর্ণ নামভিসুয়া ক্রাকুফ স্পুকা আকৎসিয়না
ডাকনামবিয়াউয়া গভিজদা (সাদা তারা)
প্রতিষ্ঠিত১৯০৬; ১১৯ বছর আগে (1906)
মাঠস্তাদিওন ইম. ইয়েনরিকা রেইমানা
ধারণক্ষমতা৩৩,৩২৬[]
মালিকইয়াকুব বুয়াশভিকভস্কি
তমাশ জাজজিনস্কি
ইয়ারোসুয়াফ ক্রোঁলেভস্কি
সভাপতিপোল্যান্ড দাভিদ বুয়াশভিকভস্কি
ম্যানেজারপোল্যান্ড আর্তুর স্কোভরোনেক
লিগএকস্ত্রাকলাসা
২০১৮–১৯৯ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ভিসুয়া ক্রাকুফ স্পুকা আকৎসিয়না (পোলীয় উচ্চারণ: [ˈviswa ˈkrakuf], পোলীয়: Wisła Kraków; এছাড়াও ভিসুয়া ক্রাকুফ নামে পরিচিত) হচ্ছে ক্রাকুফ ভিত্তিক একটি পোলীয় পেশাদার ফুটবল ক্লাব।[][] এই ক্লাবটি বর্তমানে পোল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ একস্ত্রাকলাসায় খেলে। এই ক্লাবটি ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ভিসুয়া ক্রাকুফ তাদের সকল হোম ম্যাচ ক্রাকুফের স্তাদিওন ইম. ইয়েনরিকা রেইমানায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৩,৩২৬।[] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আর্তুর স্কোভরোনেক এবং সভাপতির দায়িত্ব পালন করছেন দাভিদ বুয়াশভিকভস্কি। পোলীয় রক্ষণভাগের খেলোয়াড় ইয়াকুব বুয়াশভিকভস্কি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ঘরোয়া ফুটবলে, ভিসুয়া ক্রাকুফ এপর্যন্ত ২০টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১৪টি একস্ত্রাকলাসা, ৪টি পোলীয় কাপ, ১টি পোলীয় সুপার কাপ এবং ১টি পোলীয় লীগ কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, লেগিয়া ওয়ারশের এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টিই হচ্ছে উয়েফা ইন্টারটোটো কাপ শিরোপা।

অর্জন

ঘরোয়া

  • একস্ত্রাকলাসা:
    • চ্যাম্পিয়ন (১৪): ১৯২৭, ১৯২৮, ১৯৪৯, ১৯৫০, ১৯৫১, ১৯৭৭–৭৮, ১৯৯৮–৯৯, ২০০০–০১, ২০০২–০৩, ২০০৩–০৪, ২০০৪–০৫, ২০০৭–০৮, ২০০৮–০৯, ২০১০–১১
    • রানার-আপ (১০): ১৯৩০, ১৯৩১, ১৯৩৬, ১৯৪৮, ১৯৬৫–৬৬, ১৯৮০–৮১, ১৯৯৯–২০০০, ২০০১–০২, ২০০৫–০৬, ২০০৯–১০
  • পোলীয় কাপ:
    • চ্যাম্পিয়ন (৪): ১৯২৬, ১৯৬৬–৬৭, ২০০১–০২, ২০০২–০৩
    • রানার-আপ (৬): ১৯৫০–৫১, ১৯৫৩–৫৪, ১৯৭৮–৭৯, ১৯৮৩–৮৪, ১৯৯৯–২০০০, ২০০৭–০৮
  • পোলীয় সুপার কাপ:
    • চ্যাম্পিয়ন (১): ২০০১
    • রানার-আপ (৪): ১৯৯৯, ২০০৪, ২০০৮, ২০০৯
  • পোলীয় লীগ কাপ:
    • চ্যাম্পিয়ন (১): ২০০০–০১
    • রানার-আপ (১): ২০০১–০২

ইউরোপ

তথ্যসূত্র

  1. "ভিসুয়া ক্রাকুফের তথ্য"ভিসুয়া ক্রাকুফ (পোলীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৯ 
  2. "ভিসুয়া ক্রাকুফ"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০ 
  3. "ভিসুয়া ক্রাকুফের অবস্থান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০ 
  4. "ভিসুয়া ক্রাকুফের স্টেডিয়াম: স্তাদিওন মিয়েস্কি, ক্রাকুফ"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০ 

বহিঃসংযোগ

টেমপ্লেট:ভিসুয়া ক্রাকুফ টেমপ্লেট:একস্ত্রাকলাসা