মধ্যপাড়া গণহত্যা

মধ্যপাড়া গণহত্যা
মধ্যপাড়া গণহত্যা বাংলাদেশ-এ অবস্থিত
মধ্যপাড়া গণহত্যা
স্থানপালং, ফরিদপুর, পূর্ব পাকিস্তান
তারিখ২২শে মে ১৯৭১ (ইউটিসি+৬:০০)
লক্ষ্যবাঙালি হিন্দু
হামলার ধরনহত্যাকাণ্ড, গণহত্যা
ব্যবহৃত অস্ত্ররাইফেল
নিহত৩৭০+
হামলাকারী দলপাকিস্তান সেনাবাহিনী, রাজাকার

মধ্যপাড়া গণহত্যা হলো ১৯৭১ সালের ২২শে মে ফরিদপুর জেলার পালং থানার অন্তর্গত মধ্যপাড়া ও তার আশপাশের গ্রামে বাঙালি হিন্দুদের ওপর সংঘটিত গণহত্যা।[] সরকারি হিসাবে গণহত্যায় আনুমানিক ৩৭০ জন মারা গিয়েছিলেন।[] ১৯৭১ সালে মধ্যপাড়া, কেশভোগ, রুদ্রপুর গ্রামগুলো মাদারীপুর উপজেলার পালং থানার অন্তর্গত ছিল। এগুলো বর্তমানে শরীয়তপুর সদর উপজেলার শরীয়তপুর পৌরসভার অন্তর্গত। এগুলো তখন সম্পূর্ণ হিন্দু-অধ্যুষিত গ্রাম ছিল, এখন হিন্দুশূন্য হয়ে গেছে।

তথ্যসূত্র

  1. "আজ শরীয়তপুর মধ্যপাড়া গণহত্যা দিবস"সমকাল। ঢাকা। ২২ মে ২০১০। ২০১২-১২-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৩ 
  2. "মধ্যপাড়া গণহত্যা দিবস"বাংলাদেশ প্রতিদিন। ঢাকা। ২১ মে ২০১২। ১৭ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১২