মহামতি অ্যালফ্রেড

মহামতি অ্যালফ্রেড
অ্যালফ্রেডের রৌপ্যমুদ্রা
অ্যাংলো-স্যাক্সন রাজা
রাজত্বআনুমানিক ৮৮৬ – ২৬ অক্টোবর, ৮৯৯
উত্তরসূরিএডওয়ার্ড দি এল্ডার
পশ্চিম স্যাক্সন রাজা
রাজত্বএপ্রিল ৮৭১ – আনুমানিক ৮৮৬
পূর্বসূরিপ্রথম এথেলরেড
জন্ম৮৪৮–৪৯
ওয়ান্টাজ, বার্কশায়ার[]
মৃত্যু২৬ অক্টোবর, ৮৯৯ (বয়স ৫০ বা ৫১)
সমাধিআনুমানিক ১১০০
হাইড অ্যাবে, উইনচেস্টার, হ্যাম্পশায়ার, অধুনা লুপ্ত
দাম্পত্য সঙ্গীএয়ালহ্সউইথ
বংশধর
  • এথেলফ্লেড, লেডি অফ দ্য মার্সিয়ানস
  • এডওয়ার্ড দি এল্ডার
  • এথেলগিফু, অ্যাবেস অফ শ্যাফটেসবেরি
  • এলফথ্রিথ, কাউন্টেস অফ ফ্ল্যান্ডারস
  • ওয়েসেক্সের এথেলওয়ার্ড
রাজবংশওয়েসেক্স
পিতাএথেলউলফ, ওয়েসেক্সের রাজা[]
মাতাঅসবার[]

মহামতি অ্যালফ্রেড (ইংরেজি: Alfred the Great; ৮৪৮/৪৯ – ২৬ অক্টোবর ৮৯৯) ছিলেন ওয়েস্ট স্যাক্সন রাজা (৮৭১ – আনুমানিক ৮৮৬) এবং তারপরে অ্যাংলো-স্যাক্সন রাজা (আনুমানিক ৮৮৬ – ৮৯৯)। তিনি ছিলেন রাজা এথেলউলফের কনিষ্ঠ পুত্র। এথেলউলফের মৃত্যুর সময় অ্যালফ্রেড ছিলেন নাবালক। অ্যালফ্রেডের তিন অগ্রজ এথেলবাল্ড, এথেলবার্ট ও এথেলরেড অ্যালফ্রেডের পূর্বে পর্যায়ক্রমে রাজত্ব করেছিলেন।[]

সিংহাসনে আরোহণের পর অ্যালফ্রেডকে বেশ কয়েক বছর অতিবাহিত করতে হয় ভাইকিং আক্রমণ প্রতিরোধ করতে। ৮৭৮ সালে তিনি এডিংটনের যুদ্ধে এক চূড়ান্ত বিজয় লাভ করেন এবং ভাইকিংদের সঙ্গে একটি চুক্তি করেন।[] এই চুক্তির ফলেও ইংল্যান্ডের উত্তরে ডেন্ল সৃষ্টি হল।[] ভাইকিং নেতা গাথরামের খ্রিস্টধর্মে ধর্মান্তরণেরও তত্ত্বাবধান করেন অ্যালফ্রেড। ভাইকিংদের আক্রমণের প্রচেষ্টার বিরুদ্ধে তিনি নিজের রাজ্যকে রক্ষা করে ইংল্যান্ডের একজন প্রভাবশালী শাসক হয়ে ওঠেন।[] নবম শতাব্দীর ওয়েলশ পণ্ডিত ও বিশপ অ্যাসেরের রচনায় অ্যালফ্রেডের জীবনকথা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে।

বিদ্বান ও দয়ালু ব্যক্তি হিসেবে অ্যালফ্রেডের খ্যাতি ছিল। তিনি শিক্ষাদানে উৎসাহ দিতেন। অ্যালফ্রেড লাতিনের পরিবর্তে প্রাচীন ইংরেজি ভাষায় প্রাথমিক শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন।[] এছাড়া তিনি আইন ব্যবস্থা, সামরিক পরিকাঠামো ও তাঁর প্রজাদের জীবনযাত্রার মানের উন্নতিসাধন করেছিলেন। ষোড়শ শতাব্দীতে তাঁকে "মহামতি" আখ্যা দেওয়া হয়।

পাদটীকা

  1. Since 1974 Wantage has been in Oxfordshire.[]

তথ্যসূত্র

  1. "Wantage"। British Museum। ২৬ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 
  2. Abels 1998, পৃ. 26।
  3. Crofton 2006, পৃ. 8।
  4. Plummer 1911, পৃ. 582–584।
  5. Blackburn 1998, পৃ. 105–24।
  6. Yorke 2001, পৃ. 27–28।
  7. Keynes ও Lapidge 1983, পৃ. 125–26।

উল্লেখপঞ্জি

আরও পড়ুন

বহিঃসংযোগ

  • Alfred 8 at Prosopography of Anglo-Saxon England
মহামতি অ্যালফ্রেড
হাউজ অফ ওয়েসেক্স
জন্ম: ৮৪৭–৮৪৯ মৃত্যু: ২৬ অক্টোবর ৮৯৯
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
এথেলরেড
ব্রেটওয়াল্ডা
৮৭১–৮৯৯
শেষ পদাধিকারী
পশ্চিম স্যাক্সনদের রাজা
৮৭১–আনু. ৮৮৬
অ্যাংলো-স্যাক্সনদের রাজা হয়েছিলেন
নতুন পদবী অ্যাংলো-স্যাক্সনদের রাজা
আনু. ৮৮৬–৮৯৯
উত্তরসূরী
এডওয়ার্ড দি এল্ডার

টেমপ্লেট:Wessex monarchs টেমপ্লেট:Viking Invasion of England টেমপ্লেট:Old English prose