মহারাষ্ট্র বিধানসভা
মহারাষ্ট্র বিধানসভা Mahārāṣhṭra Vidhāna Sabhā | |
---|---|
১৫তম বিধানসভা | |
![]() | |
ধরন | |
ধরন | |
মেয়াদসীমা | ৫ বছর |
নেতৃত্ব | |
রাজ্যপাল | সি পি রাধাকৃষ্ণন ২৭ জুলাই ২০২৪ থেকে |
স্পিকার | রাহুল নারওয়েকার, বিজেপি ৩ জুলাই ২০২২ থেকে |
ডেপুটি স্পিকার | নির্ধারিত হবে ২৩ নভেম্বর ২০২৪ থেকে |
পরিষদীয় নেতা (মুখ্যমন্ত্রী) | দেবেন্দ্র ফড়নবীশ, বিজেপি ০৫ ডিসেম্বর ২০২৪ থেকে |
পরিষদীয় উপনেতা (উপ-মুখ্যমন্ত্রী) | |
পরিষদীয় মন্ত্রী | চন্দ্রকান্ত পাটিল, বিজেপি ২১ ডিসেম্বর ২০২৪ থেকে |
বিরোধী দলনেতা | |
সাধারণ সম্পাদক | রাজেন্দ্র ভগবত, আইএএস |
গঠন | |
আসন | ২৮৮ |
রাজনৈতিক দল | সরকার (২৩৭) মহাযূতি (২৩৭)
বিরোধী দলসমূহ (৫১)
অন্যরা (৩) |
নির্বাচন | |
এফপিটিপি | |
সর্বশেষ নির্বাচন | ২০ নভেম্বর ২০২৪ |
পরবর্তী নির্বাচন | ২০২৯ |
সভাস্থল | |
![]() | |
বিধান ভবন, মুম্বই | |
![]() | |
বিধান ভবন, নাগপুর (শীতকালীন অধিবেশন) মহারাষ্ট্র বিধানমণ্ডল | |
ওয়েবসাইট | |
মহারাষ্ট্র সরকার মহারাষ্ট্র বিধানমণ্ডল |
মহারাষ্ট্র বিধানসভা (ISO : Maharāṣṭra Vidhana Sabhā) হল পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নিম্নকক্ষ। এটি একক আসনের নির্বাচনী এলাকা থেকে সরাসরি নির্বাচিত ২৮৮ জন সদস্য নিয়ে গঠিত।[২] মুম্বাইয়ের বিধান ভবনে বিধানসভার বৈঠক অনুষ্ঠিত হয়। তবে শীতকালীন অধিবেশন নাগপুরে অনুষ্ঠিত হয়।[৩] মহারাষ্ট্র বিধান পরিষদের পাশাপাশি এটি মহারাষ্ট্রের আইনসভা গঠন করে। বিধানসভার প্রিজাইডিং অফিসার হলেন স্পিকার। বিধানসভার সদস্যরা প্রতি পাঁচ বছরে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে মহারাষ্ট্রের জনগণ সরাসরি নির্বাচিত হন, যদি না বিধানসভা আগে ভেঙে দেওয়া হয়।[৪] বর্তমান বিধানসভা ২০২৪ সালের নভেম্বরে নির্বাচিত হয়েছিল।[৩]
অধিবেশন
বাজেট এবং বর্ষা অধিবেশন ডাকা হয় মুম্বাইতে এবং শীতকালীন অধিবেশন ডাকা হয় সহায়ক রাজধানী নাগপুরে। ১৯৭৫ সালে নির্বাচন শীতকালে হওয়ায় বর্ষা (দ্বিতীয়) অধিবেশন নাগপুরে এবং শীতকালীন (তৃতীয়) অধিবেশন আহ্বান করা হয়েছিল মুম্বাইতে।[তথ্যসূত্র প্রয়োজন][ উদ্ধৃতি প্রয়োজন ]
টীকা
- ↑ বিরোধী দলনেতা নেই, কারণ কোন রাজনৈতিক দল সংসদের ১০% আসনও অর্জন করেনি।
তথ্যসূত্র
- ↑ "In a first in six decades, no Leader of Opposition in Maharashtra Assembly"। The Hindu। ২৪ নভেম্বর ২০২৪।
- ↑ "Maharashtra Legislature"। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০৩।
- ↑ ক খ "Uddhav Sena sticks its neck out, fields Milind Narvekar for Maharashtra Legislative Council polls"। The Indian Express। ২০২৪-০৭-০২। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০৩।
- ↑ "Maharashtra Legislative Assembly"। Commonwealth Parliamentary Association। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০৩।